Panchayat election 2023: ফেব্রুয়ারিতেই পঞ্চায়েত ভোট? নির্বাচন কমিশনের তৎপরতায় বাড়ছে সম্ভাবনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন না হলে তা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷
#কলকাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে? এই নিয়েই এখন রাজনৈতিক মহলের জল্পনা তুঙ্গে৷ রাজ্য নির্বাচন কমিশনের যা গতিবিধি, তাতে ফেব্রুয়ারি মাসের শুরুতেই পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর, ২০টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসন পুর্নবিন্যাস ও সংরক্ষণের চূড়ান্ত তালিকা আগামী ২৫ নভেম্বর প্রকাশিত হবে। এর পেই কমিশন নিয়ম অনুযায়ী গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতির পদ সংরক্ষণের কাজে হাত দেবে। ডিসেম্বর মাসের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে৷ সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পঞ্চায়েত ভোট করানোর ক্ষেত্রে কোনও বাধা থাকবে না৷
advertisement
advertisement
ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের জন্য ভোটার তালিকা তৈরির কাজ শেষ করে ফেলেছে নির্বাচন কমিশন৷ সব রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠকও হয়ে গিয়েছে৷ সাংগঠনিক ভাবে পঞ্চায়েত নির্বাচনের জন্য মাঠে নামার প্রস্তুতিও নিয়ে ফেলেছে রাজনৈতিক দলগুলি৷
ফেব্রুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন না হলে তা অনেকটাই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ কারণ, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রয়েছে মাধ্যমিক পরীক্ষা৷ তার পরে হবে উচ্চ মাধ্যমিক৷ সেক্ষেত্রে এপ্রিল মাসের আগে পঞ্চায়েত নির্বাচন সম্ভব নয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2022 8:04 AM IST