Home /News /national /
Maharastra Viral Video : গরুর গাড়ি চড়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ! মাঝপথেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাড়ি, দেখুন...

Maharastra Viral Video : গরুর গাড়ি চড়ে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ! মাঝপথেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাড়ি, দেখুন...

পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদ

পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদ

দেশ জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন (Congress Protest)। মুম্বইতে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে কংগ্রেস(Congress Protest)।

 • Share this:

  #মুম্বই : পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের (Fuel Price Hike) দাম আকাশ ছোঁয়া। দেশ জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন (Congress Protest)। মুম্বইতে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে কংগ্রেস(Congress Protest)। গরুর গাড়িতে চেপে প্রতিবাদ করতে দেখা যায় কংগ্রেস কর্মীদের। কংগ্রেস কর্মীদের প্রতিবাদ শুরু হতেই, আচমকা ওই গরুর গাড়ি ভেঙে পড়ে (Bullock cart collapses)।

  ঘটনার ভিডিও শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই (ANI)। এরপরেই ঝড়ের গতিতে ভাইরাল হয় ওই ভিডিও। ভিডিওটিতে দেখা গিয়েছে একটি গরুর গাড়ির ওপর দাঁড়িয়ে প্রতিবাদ করছেন একদল কংগ্রেস সমর্থক। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের আগুন মূল্যের প্রতিবাদে এই আন্দোলন (Fuel Price Hike agitation) কর্মসূচি চালাচ্ছিল মুম্বই কংগ্রেস (Congress) সমর্থকেরা। বিভিন্ন পোস্টার, কাট আউট ইত্যাদি নিয়ে তাঁরা প্রতিবাদ করছিলেন। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। ঠিক সেই সময় সবাইকে নিয়ে হুড়মুড়িয়ে ভেঙে পরে গরুর গাড়িটি। আকস্মিক এই দুর্ঘটনায় সকলেই কম বেশি জখম হয়েছেন।

  মূল্যবৃদ্ধি (Petro Price Hike) ইস্যুতে দেশজুড়ে দশদিন ব্যাপি প্রতিবাদের ডাক দিয়েছে কংগ্রেস (Congress)৷ ৭ জুলাই থেকে প্রতিবাদে পথে নেমেছে কংগ্রসের নেতা-কর্মীরা। কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, করোনার কারণে এমনিতেই হাজারো কষ্ট করতে হচ্ছে সাধারণ মানুষকে ৷ বহু মানুষ চাকরি হারিয়েছেন, অনেকের বেতন কমে গিয়েছে ৷ এই অবস্থাতেও প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে৷ যা সাধারণ মানুষের ওপর মরার ওপর খাঁড়ার ঘা-র মতো এসে পড়ছে৷ এর বিরুদ্ধেই প্রত্যেক রাজ্যের জেলায়, এমনকি ব্লক স্তরে বিক্ষোভ দেখাবেন কংগ্রেস নেতা-কর্মীরা ৷ ১৭ জুলাই অবধি এই প্রতিবাদ প্রদর্শন চলবে বলে দলের তরফে জানা গিয়েছে ৷ মহিলা কংগ্রেস সহ দলের সবকটি সংগঠন এই প্রতিবাদ আন্দোলনে সামিল হবে৷

  Published by:Sanjukta Sarkar
  First published:

  Tags: Congress, Fuel Price Hike, Maharastra

  পরবর্তী খবর