Maharashtra Lakshmir Bhandar: মহারাষ্ট্রেও চালু হল লক্ষ্মীর ভাণ্ডার মডেল! প্রতি মাসে কত টাকা পাবেন মহিলারা?

Last Updated:

ভোটের আগে রাজ্যের করের হার কমিয়ে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোরও উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মুম্বই: বিধানসভা ভোটের আগে এবার মহারাষ্ট্রেও বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প৷ ভোটের আগে শেষ বাজেটে মহারাষ্ট্রের ২১ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য মাসিক ১৫০০ টাকার ভাতা ঘোষণা করল একনাথ শিন্ডে সরকার৷ এ দিন বাজেট পেশ করতে গিয়ে নতুন এই প্রকল্পের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার৷
পাওয়ার জানিয়েছেন, জুলাই মাস থেকেই এই প্রকল্প চালু হবে৷ প্রকল্পের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা৷ এই প্রকল্প চালানোর জন্য বছরে ৪৬ হাজার কোটি টাকা খরচ হবে মহারাষ্ট্র সরকারের৷
advertisement
বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে রীতিমতো কল্পতরু হয়েছে বিজেপি এবং একনাথ শিন্ডে পন্থী শিবসেনার জোট সরকার৷ শুধু মহিলাদের জন্য মাসিক ভাতা চালু নয়, যোগ্য পরিবারদের বছরে তিনটি করে রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়া হবে৷
advertisement
এর পাশাপাশি ভোটের আগে রাজ্যের করের হার কমিয়ে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোরও উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার৷ মুম্বাই, নভি মুম্বাই এবং থানের পুরসভা এলাকায় পেট্রোলের রাজ্যের চাপানো কর ২৬ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে মহারাষ্ট্র সরকার৷ এর ফলে এই তিনটি এলাকায় পেট্রোলের দাম লিটার পিছু ৬৫ পয়সা কমবে৷ একই ভাবে নিজেদের চাপানো করের পরিমাণ কমিয়ে লিটার পিছু ডিজেলের দামও ২ টাকা কমিয়েছে মহারাষ্ট্র সরকার৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Lakshmir Bhandar: মহারাষ্ট্রেও চালু হল লক্ষ্মীর ভাণ্ডার মডেল! প্রতি মাসে কত টাকা পাবেন মহিলারা?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement