Maharashtra Lakshmir Bhandar: মহারাষ্ট্রেও চালু হল লক্ষ্মীর ভাণ্ডার মডেল! প্রতি মাসে কত টাকা পাবেন মহিলারা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ভোটের আগে রাজ্যের করের হার কমিয়ে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোরও উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার৷
মুম্বই: বিধানসভা ভোটের আগে এবার মহারাষ্ট্রেও বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প৷ ভোটের আগে শেষ বাজেটে মহারাষ্ট্রের ২১ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য মাসিক ১৫০০ টাকার ভাতা ঘোষণা করল একনাথ শিন্ডে সরকার৷ এ দিন বাজেট পেশ করতে গিয়ে নতুন এই প্রকল্পের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার৷
পাওয়ার জানিয়েছেন, জুলাই মাস থেকেই এই প্রকল্প চালু হবে৷ প্রকল্পের নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বহিন যোজনা৷ এই প্রকল্প চালানোর জন্য বছরে ৪৬ হাজার কোটি টাকা খরচ হবে মহারাষ্ট্র সরকারের৷
advertisement
বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেটে রীতিমতো কল্পতরু হয়েছে বিজেপি এবং একনাথ শিন্ডে পন্থী শিবসেনার জোট সরকার৷ শুধু মহিলাদের জন্য মাসিক ভাতা চালু নয়, যোগ্য পরিবারদের বছরে তিনটি করে রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়া হবে৷
advertisement
এর পাশাপাশি ভোটের আগে রাজ্যের করের হার কমিয়ে পেট্রোল এবং ডিজেলের দাম কমানোরও উদ্যোগ নিয়েছে মহারাষ্ট্র সরকার৷ মুম্বাই, নভি মুম্বাই এবং থানের পুরসভা এলাকায় পেট্রোলের রাজ্যের চাপানো কর ২৬ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে মহারাষ্ট্র সরকার৷ এর ফলে এই তিনটি এলাকায় পেট্রোলের দাম লিটার পিছু ৬৫ পয়সা কমবে৷ একই ভাবে নিজেদের চাপানো করের পরিমাণ কমিয়ে লিটার পিছু ডিজেলের দামও ২ টাকা কমিয়েছে মহারাষ্ট্র সরকার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 28, 2024 8:33 PM IST