Jhulan Goswami : ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে BLO-র ফোন! SIR শুনানিতে ডাক! দেশের জার্সিতে এত বছর খেলার পরও এমন 'কাণ্ড'!
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Jhulan Goswami : ঝুলন গোস্বামী-সহ তিন ভাইবোনকেই শুনানিতে ডাকা হয়েছিল। বাবার নামের ভুল থাকার কারণে ডাকা হয় বলে জানা গিয়েছে। কোথাও লেখা রয়েছে নিশীথ রঞ্জন গোস্বামী। কোথাও রয়েছে নিশীথ গোস্বামী।
কলকাতা : ভারতীয় দলের জার্সিতে খেলেছেন এতগুলো বছর! মহিলাদের ক্রিকেটে তিনি কিংবদন্তি। সেই ঝুলন গোস্বামীকেও এসআইআর শুনানিতে ডাক!
ঝুলন গোস্বামী-সহ তিন ভাইবোনকেই শুনানিতে ডাকা হয়েছিল। বাবার নামের ভুল থাকার কারণে ডাকা হয় বলে জানা গিয়েছে। কোথাও লেখা রয়েছে নিশীথ রঞ্জন গোস্বামী। কোথাও রয়েছে নিশীথ গোস্বামী। এই কারণে ডাকা হয়েছে।
২৭ তারিখ শুনানির তারিখ থাকলেও ঝুলন গোস্বামীকে সশরীরে হাজিরা দিতে হয়নি। বাড়ি থেকেই বিষয়টি মিটে গেছে বলে জানা যাচ্ছে। তবে পরিবারের বাকি দুই সদস্যকে স্থানীয় স্কুলে গিয়ে শুনানিতে বসতে হয়েছিল।
advertisement
advertisement
এর আগে মহম্মদ শামির মতো তারকা ক্রিকেটারকেও এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। তার পর আজই জানা যায়, ভারতীয় দলের জার্সিতে খেলা ফুটবলার মেহতাব হোসেনকেও এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। শামি এর পর নির্ধারিত তারিখে এসআইআর শুনানিতে হাজির ছিলেন। তিনি এটাও বলেছিলেন, এসআইআর শুনানি কারও ক্ষতির জন্য নয়। বরং এতে সাধারণ মানুষের উপকারই হবে।
advertisement
এর পর মেহতাব বলেছেন, ‘দেশের জার্সিতে এতগুলো ম্যাচ খেলেছি, তার পরও নিজেকে ভারতের নাগরিক হিসেবে প্রমাণ দিতে হবে! এটা আর নেওয়া যাচ্ছে না। অফিস থাকে, ফুটবল আছে। আমার মতো অনেকেরই ব্যস্ততা থাকে। রোজ বহু মানুষকে এভাবে হয়রানির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
আরও পড়ুন- ভারতীয় দল পেল ‘নতুন দানব’! দানবীয় ব্যাটিং তান্ডবে মন জয় করে নিলেন সকলের
উল্লেখ্য, নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবার, অমর্ত্য সেন, মহম্মদ শামির মতো মানুষদেরও এসআইআরের শুনানিতে ডাকা হয়েছিল। সেই কথাও এদিন বলেন মেহতাব। তাঁর বক্তব্য, এসব ক্ষেত্রে বিবেচনা করা উচিত। না হলে এই হয়রানি চলতেই থাকবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 6:53 PM IST










