Lakshmir Bhandar: 'সবাই পাচ্ছে, শুধু আমরা পাচ্ছি না', মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! মামলা শুনেই রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Lakshmir Bhandar: স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনিতা মণ্ডল সাউ জনস্বার্থ মামলা দায়ের করেন হাইকোর্টে। আর সেই মামলাতেই এবার রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডার চেয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। ময়না বিধানসভার বাগচা গ্রাম পঞ্চায়েতে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার। অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতে ৬ মাস বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রদান। সাত হাজারেরও বেশি উপভোক্তা পাচ্ছেন না রাজ্যের প্রকল্পের টাকা। পাশাপাশি একাধিক পঞ্চায়েতেও টাকা না মেলার অভিযোগ উঠেছে।
advertisement
advertisement
advertisement
এদিন মামলার শুনানিতে মামলাকারীর পক্ষের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘গত সেপ্টেম্বর মাস থেকে ময়না বিধানসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়েছে।’ প্রকল্প অনুযায়ী, রাজ্য তফসিলি জাতি-উপজাতি শ্রেণির মহিলাদের ১২০০ টাকা মাসিক ভাতা দিয়ে থাকে। অন্যান্যরা পান ১ হাজার টাকা।
advertisement








