Mob lynching in Kolkata: মোবাইল চুরির অভিযোগ, কলকাতার হস্টেলে পিটিয়ে খুন যুবক? বউবাজারে মারাত্মক অভিযোগ

Last Updated:

ঘটনায় ছাত্রাবাসের ১৪ জন আবাসিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
কলকাতা: মোবাইল চুরির অভিযোগে এবার কলকাতাতেই গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ৷ ঘটনাটি ঘটেছে বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটের একটি হস্টেলে৷ মৃতের নাম এরশাদ আলম৷ এই ঘটনায় ওই হস্টেলের বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷
জানা গিয়েছে, এ দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসে পুলিশ এবং কয়েকজন ব্যক্তি৷ হাসপাতালে সূত্রে খবর, যুবকের শরীরের সর্বত্র মারধরের চিহ্ন ছিল৷ রক্তচাপ সহ শরীরের অন্যান্য ভাইটল প্যারামিটারগুলিও অত্যন্ত কম ছিল৷ শেষ পর্যন্ত বেলা ১২.৪৫ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর৷ আগামিকাল ওই যুবকের দেহের ময়নাতদন্ত হবে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, গতকাল ওই হস্টেলে একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে৷ পুলিশ সূত্রে খবর, নিহত যুবক ওই এলাকার একটি গ্যারেজে মেকানিকের কাজ করতেন৷ পুলিশের কাছে ওই গ্যারেজের মালিক অভিযোগ করেছেন, এ দিন সকালে হস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় ওই যুবককে ভিতরে টেনে নিয়ে গিয়ে মারধর করতে থাকেন আবাসিক ছাত্ররা৷ তাঁকে মারধর করা হচ্ছে বলে এরশাদ ফোন করে জানিয়েছিলেন বলেও দাবি করেছেন ওই গ্যারেজ মালিক৷
advertisement
ওই ছাত্রাবাসে গন্ডগোল হচ্ছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ৷ সেই সময় হস্টেলে ঢোকার মূল গেটে তালা দেওয়া ছিল৷ পুলিশ যখন ভিতরে ঢোকে, তখন ওই যুবককে কার্যত অচৈতন্য অবস্থায় নীচে নামিয়ে আনে আবাসিক ছাত্ররাই৷ এর পরই তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
ঘটনায় ছাত্রাবাসের ১৪ জন আবাসিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ৷ এ দিন ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল-ও৷ সূত্রের খবর, আটক ছাত্ররা দাবি করেছে দৌড়ে পালাতে গিয়ে ওই যুবক পড়ে গিয়ে তাঁর পায়ে আঘাত লেগেছে৷ যদিও ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mob lynching in Kolkata: মোবাইল চুরির অভিযোগ, কলকাতার হস্টেলে পিটিয়ে খুন যুবক? বউবাজারে মারাত্মক অভিযোগ
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement