Maharashtra Exit Poll Results 2024: পেরতে পারে ১৭৫ আসন, মহারাষ্ট্রে ক্ষমতা ধরে রাখার পথে বিজেপি-শিন্ডে জোট! ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষার
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Maharashtra Exit Poll Results 2024: মহারাষ্ট্রে পোল অফ পোলসে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রে ক্ষমতা দখল করছে ‘মহায্যুতি’ জোট।
নয়াদিল্লি: মহারাষ্ট্রে ক্ষমতায় কে? পরিবর্তন না প্রত্যাবর্তন? ভোট মেটার পর প্রকাশিত বুথ ফেরত সমীক্ষার ফলাফল মিলে গেলে সিংহাসনে থাকছে ‘মহায্যুতি’ জোট। যে জোটে আছে বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) এবং এনসিপি (অজিত পাওয়ার শিবির)। অপরদিকে, বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ঝাড়খণ্ড থেকে বিদায় নিচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের সরকার। অধিকাংশ বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ঝাড়খণ্ডে ক্ষমতায় আসছে এনডিএ জোট।
পিপলস পালস প্রজেক্টের সমীক্ষা অনুসারে, মহারাষ্ট্রে ১৭৫-১৯৫ আসন পেতে চলেছে বিজেপি সহ ‘মহায্যুতি’ জোট। ৮৫-১১২ আসন পেতে পারে MVA- জোট। টাইমস নাও-জেভিসি এক্সিট পোল অনুসারে মহারাষ্ট্রে ১৫৪ আসন পেতে চলেছে বিজেপি সহ ‘মহায্যুতি’ জোট আর ১২৮ আসন পেতে পারে MVA- জোট।
অপরদিকে, চাণক্যের এক্সিট পোলের ফলাফল অনুসারে, মহারাষ্ট্রে বিজেপি সহ ‘মহায্যুতি’ জোট পেতে পারে ১৫২-১৬০ আর MVA- জোট পেতে পারে ১৩০-১৩৮টি আসন। ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা অনুসারে, ‘মহায্যুতি’ জোট পেতে পারে ১৫০-১৭০ আসন, কংগ্রেস ১১০-১৩০ আসন পেতে পারে।
advertisement
advertisement
মহারাষ্ট্রে পোল অফ পোলসে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রে ক্ষমতা দখল করছে ‘মহায্যুতি’ জোট। কী চিত্র মিলছে বুথ ফেরত সমীক্ষাগুলিতে, দেখে নিন…
P-Marq: NDA- ১৩৫-১৫৭, I.N.D.I.A -১২৬-১৪৬, OTHERS- ২-৮
Matrize: NDA- ১৫০-১৭০, I.N.D.I.A-১১০-১৩০, OTHERS- ৮-১০
Chanakya Strat: NDA- ১৫২-১৬০, I.N.D.I.A ১৩০-১৩৮, OTHERS- ০
advertisement
People’s Pulse: NDA- ১৭৫-১৯৫, I.N.D.I.A ৮৫-১১২, OTHERS- ৭-১২
Bhaskar: NDA- ১২৫-১৪০, I.N.D.I.A ১৩৫-১৫০, OTHERS- ২০-২৫
ZeeNIA: NDA- ১২৯-১৫৯, I.N.D.I.A ১২৪-১৫৪, OTHERS- ০-১০
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2024 8:09 PM IST