এক দফায় মহারাষ্ট্রের ২৮৮ আসনে ভোটগ্রহণ হয়েছে। আর ভোটগ্রহণ শেষে বুথফেরত সমীক্ষায় কিছুটা হলেও এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি। বিজেপি ছাড়াও এই জোটে রয়েছে একনাথ শিন্ডের শিবসেনা ও এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী। অন্যদিকে, মহাবিকাশ আঘাড়িতে রয়েছে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পাওয়ারের এনসিপি। তবে প্রায় সব ক’টি সমীক্ষাতেই দু’পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। অর্থাৎ, মহারাষ্ট্রে একনাথ শিন্ডের নেতৃত্বে ‘মহাযূতি’ সরকার এবং ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ‘মহাগঠবন্ধন’ সরকারের ভবিষ্যৎ জানতে অপেক্ষা করতে হবে আগামী শনিবার গণনার দিন পর্যন্ত।
৮১ আসনের ঝাড়খণ্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪২ আসন। ক্ষমতাসীন ‘মহাগঠবন্ধনে’ এ বার জেএমএম-কংগ্রেস-আরজেডির সঙ্গে রয়েছে বাম দল সিপিআইএমএল লিবারেশন। অন্য দিকে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে এ বার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর ‘অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন’ (আজসু), বিহারের নীতীশ কুমারের দল জেডিইউ এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের দল এলজেপি (রামবিলাস) রয়েছে।
লোকসভা নির্বাচনের ছ’মাসের মাথায় মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে আবার জিততে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। বুধবার মহারাষ্ট্রের ২৮৮ আসনে এক দফায় ভোটগ্রহণ হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার ভোট হয়েছে ঝাড়খণ্ডের ৮১টির মধ্যে ৩৮টি বিধানসভা আসনেও।
P-Marq: NDA- ১৩৫-১৫৭, I.N.D.I.A -১২৬-১৪৬, OTHERS- ২-৮
Matrize: NDA- ১৫০-১৭০, I.N.D.I.A-১১০-১৩০, OTHERS- ৮-১০
Chanakya Strat: NDA- ১৫২-১৬০, I.N.D.I.A ১৩০-১৩৮, OTHERS- ০
People’s Pulse: NDA- ১৭৫-১৯৫, I.N.D.I.A ৮৫-১১২, OTHERS- ৭-১২
Bhaskar: NDA- ১২৫-১৪০, I.N.D.I.A ১৩৫-১৫০, OTHERS- ২০-২৫
ZeeNIA: NDA- ১২৯-১৫৯, I.N.D.I.A ১২৪-১৫৪, OTHERS- ০-১০
মহারাষ্ট্রের সিংহাসনে থাকছে ‘মহায্যুতি’। যে জোটে আছে বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে শিবির) এবং এনসিপি (অজিত পাওয়ার শিবির)। আর ঝাড়খণ্ডে বিদায় নিচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের সরকার। অধিকাংশ বুথফেরত সমীক্ষায় এমন ইঙ্গিতই পাওয়া গেল বুধবার ৷
#News18PollOfPolls | We will be forming government in Maharashtra with a comfortable majority, and we will also form a government in Jharkhand:@pradip103, BJP#MaharashtraElection2024 #JharkhandElection2024 | @Zakka_Jacob @AnchorAnandN @RShivshankar pic.twitter.com/tslru03bpi
— News18 (@CNNnews18) November 20, 2024
পিপলস পালস প্রজেক্ট 175-195 আসন বিজেপি+ এর জন্য, 85-112 MVA-এর জন্য
#News18PollOfPolls | It’s an exit poll, whatever happens will come out on 23rd. After Haryana, we can’t say anything but we will stick to our alliance: @Clyde_Crasto, NCP#MaharashtraElection2024 #JharkhandElection2024 | @Zakka_Jacob @AnchorAnandN @RShivshankar pic.twitter.com/FMOgHq9EF4
— News18 (@CNNnews18) November 20, 2024
পিপলস পালসের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, বিজেপির জোট ৪২-৪৮টি আসনে জিততে পারে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১৬-২৩টি আসনে জিততে পারে। কংগ্রেস জিততে পারে ৮-১৪টি আসনে। আজসু দুটি থেকে পাঁচটি আসনে জিততে পারে। বিধানসভা ভোটে বিজেপি ও আজসুর জোট আছে। আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট আছে।
চাণক্যের বুথ ফেরত সমীক্ষার ফলাফল
বিজেপি- ১৫২-১৬০
কংগ্রেস- ১৩০-১৩৮
ম্যাট্রিজ মহাযুতির জন্য 150-170 আসন, কংগ্রেস + 110-130 আসনের পূর্বাভাস দিয়েছে
#News18PollOfPolls | BJP to regain the voters they lost in Assembly Elections? Will #Mahayuti have the edge? What do the numbers say?@rasheedkidwai explains what has changed#MaharashtraElection2024 #JharkhandElections2024 | @Zakka_Jacob @AnchorAnandN @RShivshankar pic.twitter.com/3BZoQq4paI
— News18 (@CNNnews18) November 20, 2024
P-Marq এক্সিট পোলে ক্ষমতাসীন মহাযুতি জোটের জন্য ১৩৭-১৫৭ আসনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে ৷ যেখানে ৪২% ভোট শেয়ার অনুমান করা হয়েছে এবং মহা বিকাশ আঘাদি (এমভিএ) এর জন্য ৪১% ভাগের সঙ্গে ১২৬-১৪৬ আসন রয়েছে, যার মধ্যে একটি হাড্ডাহাড্ডির লড়াই আশা করা হচ্ছে। দুটি জোট। অন্যান্য দলগুলি ১৭% ভোট শেয়ার-সহ ২-৮টি আসন পেতে পারে।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে থেকে এক্সিট পোলের সমীক্ষা সামনে আসতে শুরু করবে।
ম্যাজিক ফিগার ৪২। এখানে ইন্ডিয়া জোট বনাম এনডিএর মধ্যে মূলত লড়াই হচ্ছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস এবং আরজেডি-সহ INDIA জোটে আরও কয়েকটি ছোট দল রয়েছে। যেখানে এনডিএতে রয়েছে বিজেপি, এজেএসইউ, জেডিইউ এবং এলজেপি। বর্তমানে এখানে ইন্ডিয়া জোট সরকারে রয়েছে।
ঝাড়খণ্ডে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৮১। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৪২।
#BattleForTheStates | What are the numbers to watch out for? Will freebies and reservation become key issues? What will be the deciding factor?
What has been the voter turnout so far?#MaharashtraElection2024 #JharkhandElections2024 | @Zakka_Jacob @AnchorAnandN @RShivshankar pic.twitter.com/JL8Fk3AHO5
— News18 (@CNNnews18) November 20, 2024
মহারাষ্ট্রে মোট বিধানসভা আসনের সংখ্যা ২৮৮। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ১৪৫। যে দল বা জোট এককভাবে ১৪৫-র গণ্ডি ছুঁয়ে ফেলবে, সেই দল বা জোট সরকার গঠন করবে।
#News18PollOfPolls | Who will emerge victorious in Maharashtra and Jharkhand? Fate is locked, get latest numbers from across #ExitPolls @Zakka_Jacob @AnchorAnandN @RShivshankar
Watch live: https://t.co/fH6G1KsCaL#MaharashtraElection2024 #JharkhandElections2024 pic.twitter.com/N5FbkbF3Ti
— News18 (@CNNnews18) November 20, 2024
এক্সিট পোলের ফলাফল থেকে প্রাথমিকভাবে আভাস পাওয়ার চেষ্টা করেন সকলেই। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় কে এগিয়ে থাকল? তার লাইভ আপডেট দেখে নিন।
মহারাষ্ট্র দখল করবে কে? ঝাড়খণ্ডে কে বাজিমাত করবে? আগামী শনিবার (২৩ নভেম্বর) চূড়ান্ত ফলাফল সামনে আসার আগে আজ দুই রাজ্যের এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষা থেকে সেই আভাস মিলতে পারে।
The best minds decode exit poll numbers! @chetan_bhagat, @nistula, @rasheedkidwai, @RohitChanda, @nalinmehta and @DFranticly
From Exit Polls to Result Day! The best all-round coverage for the #BattleForTheStates only on CNN-News18 #ResultsWIthNews18 #Maharashtra #Jharkhand pic.twitter.com/QzSdT0WKxx
— News18 (@CNNnews18) November 20, 2024