BMC Election Results 2026: বৃহন্মুম্বই পুরসভায় বড় জয় বিজেপির! পাশে শিণ্ডের শিবসেনা, কুড়ি বছর পরে হাত মিলিয়েও দাগ কাটতে পারল না ‘ঠাকরে ব্রাদার্স’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
Maharashtra BMC Election Results 2026: গত ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় হয় ভোটগ্রহণ৷ তার মধ্যে মুম্বই, পুণে এবং ঠাণে পুরসভার দিকে রাজনৈতিক কারণেই নজর ছিল বেশি৷ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয় গণনা পর্ব৷
মুম্বই: বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিএমসি৷ ভারতের সবচেয়ে ধনী পুর প্রশাসন৷ দেশের বাণিজ্য রাজধানী মুম্বইয়ে পুরসভার ক্ষমতা চিরকালই ছিল ‘ঠাকরে সাম্রাজ্যে’র হাতে৷ কিন্তু, সব বৈরীতা জূরে সরিয়ে রেখে সেই গড় রক্ষায় বিশ বছর পরে ‘ঠাকরে ব্রাদার্স’ হাত মেলালেও ফল মিলল না কিছুই৷ বিএমসি নির্বাচনী ফলাফলের ট্রেন্ড বলছে, দীর্ঘ ২৭ বছর পরে শিণ্ডে শিবসেনার সমর্থনে মুম্বই পুরসভার দখল নিতে চলেছে বিজেপি৷ আর তাকে যোগ্য সঙ্গত দিচ্ছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা৷
শেষ পাওয়ার খবর অনুযায়ী, বিএমসি-র ২২৭ টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে ৯৫টি ওয়ার্ডে৷ একনাথ শিণ্ডের শিবসেনা ২৯টিতে৷ উদ্ধব ঠাকরের শিবসেনা এগিয়ে ৭১টি ওয়ার্ডে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ১০টি ওয়ার্ডে৷ মুম্বইয়ে খাতা খুলতে পারেনি এনসিপি-র কোনও পক্ষই৷ পুণের পওয়ার-ও হাতছাড়া তাদের৷ মুম্বইয়ের মতো পুণে পুরসভাও দখল করতে চলেছে বিজেপি৷
advertisement
advertisement
গত ১৫ জানুয়ারি মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় হয় ভোটগ্রহণ৷ তার মধ্যে মুম্বই, পুণে এবং ঠাণে পুরসভার দিকে রাজনৈতিক কারণেই নজর ছিল বেশি৷ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয় গণনা পর্ব৷ ১২টার মধ্যেই পরিষ্কার হয়ে যায় ছবি৷ সাড়ে ১২টার মধ্যেই ২২৭ ওয়ার্ডের পুরসভার ম্যাজিক ফিগার টপকে তিন অঙ্কে পৌঁছে যায় বিজেপি নেতৃতাধীন ‘মহাজুটি’ জোট৷ অপরদিকে, তখনও সেই ৬৪-এই আটকে উদ্ধবের শিবসেনা৷ কংগ্রেস আটকে ১৪-এ৷ পুণে এবং নাগপুরেও তখন এগিয়ে বিজেপি৷ শিন্ডের শিবসেনা এগিয়ে পুণে পুরসভায়৷
advertisement
দুপুর সাড়ে ৩টো নাগাদই মুম্বইয়ের নারিমন পয়েন্টের বিজেপির রাজ্য কার্যালয়ে পৌঁছে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷ বিজেপির দিল্লির কার্যালয়েও শুরু হয়ে যায় জয়ের উৎসব৷
২০১৭ সালে শেষ বার ভোট হয়েছিল বৃহন্মুম্বই পুরসভার। তারপর দীর্ঘ ৯ বছর পরে নির্বাচন৷ সে বার ২২৭টি ওয়ার্ডের মধ্যে ৮৪টিতে জিতে বৃহত্তম দল হয়েছিল উদ্ধবের নেতৃত্বাধীন অবিভক্ত শিবসেনা। ২০১৯ পর্যন্ত বিজেপির সমর্থনে পুরসভা চালালেও সে বছর বিধানসভা ভোটের পর এনডিএ ছাড়েন উদ্ধব। তারপর কংগ্রেস এবং এনসিপির সমর্থনে পুরসভা চালাচ্ছিল তাঁর দল। কিন্তু মেয়াদ ফুরোনোর পরে ২০২২ সালের মার্চ মাসে প্রশাসক নিয়োগ করা হয়েছিল।
advertisement
বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনকে সামনে রেখে ২০ বছরের পারিবারিক শত্রুতা ভুলে এক হয়েছিলেন উদ্ধব এবং রাজ ঠাকরে৷ উস্কে দিয়েছিলেন মরাঠা আবেগ৷ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা নির্বাচিত হলে মুম্বইয়ের মেয়র একজন মরাঠাই হবে৷ জনসাধারণের কাছে আর্জি জানিয়েছিলেন, ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে৷’ তবুও লাভ হল না কিছু৷ উদ্ধবের শিবসেনা লড়ছিল ১৬০টি ওয়ার্ডে, বাকি ৫৩ ওয়ার্ডে রাজ ঠাকরের এমএনএস৷
advertisement
বৃহস্পতিবারের ফলাফলের পরে দুই ভাইয়ের এই জোটকে ‘রাজনৈতিক সুবিধা পাওয়ার সমঝোতা’ বলে উল্লেখ করছে বিজেপি৷ অন্যদিকে, শিন্ডের শিবসেনার নেতা মিলিন্দ দেওড়ার কথায়, ‘‘মুম্বইয়ের রাজনীতি থেকে নাটকের যুগ শেষ৷ মানুষ মেলোড্রামা, মসালার চেয়ে শহরের উন্নয়নকেই গুরুত্ব দিয়েছে৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
Jan 16, 2026 5:50 PM IST











