বেলডাঙার পরিযায়ী শ্রমিকের হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক! ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন অভিষেকের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
সূত্রের খবর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন অভিষেক। পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হেমন্তকে অনুরোধ করেছেন তিনি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে ঝাড়খণ্ডের পুলিশ।
কলকাতা: বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শোরগোল চলছে। অভিযোগ, ঝাড়খণ্ডে কাজ করতে গিয়ে খুন হয়েছেন তিনি। তারপরেই উত্তপ্ত বেলডাঙা। এরপরেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ফোনে যোগাযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই হত্যায় যাঁরা জড়িত তাঁদের দ্রুত চিহ্নিত করার আবেদন জানিয়েছেন তিনি। সূত্রের খবর, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
সূত্রের খবর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন অভিষেক। পরিযায়ী শ্রমিক হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হেমন্তকে অনুরোধ করেছেন তিনি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে ঝাড়খণ্ডের পুলিশ।
advertisement
পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে শুধুমাত্র বাংলায় ভাষায় কথা বলার অপরাধে ঝাড়খণ্ডে ‘চরম পরিণতির শিকার’ হন মুর্শিদাবাদের এক যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা জেলাজুড়ে। মৃত যুবকের নাম আলাউদ্দিন শেখ (৩০)। তাঁর বাড়ি বেলডাঙা থানার অন্তর্গত সুজাপুর-তাতলাপাড়া গ্রামে। প্রায় ৬ ঘণ্টা ধরে জাতীয় সড়ক ও ট্রেন অবরোধ করে চলছে দফায় দফায় বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে বিশাল পুলিশ বাহিনী। মৃতের পরিবারের অভিযোগ, মুর্শিদাবাদের বাসিন্দা হওয়া এবং বাংলা ভাষায় কথা বলার অপরাধে ঝাড়খণ্ডে ফেরিওলার কাজে কর্মরত তাঁদের ছেলেকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন বেলডাঙার সুজাপুর এলাকার স্থানীয় বাসিন্দারা। এর জন্য কলকাতা থেকে উত্তরবঙ্গগামী এই প্রধান সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 16, 2026 4:59 PM IST











