Maharastra | Heatwave | Heatstroke: মহারাষ্ট্রের সরকারি অনুষ্ঠানে বিরাট বিপর্যয়! খোলা মাঠে রোদের নীচেই লক্ষাধিক মানুষ, হিটস্ট্রোকে মৃত ১১
- Published by:Satabdi Adhikary
- local18
Last Updated:
এই বিষয়ে একনাথ শিণ্ডের সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এনসিপি নেতা সুরজ চহ্বাণ। তাঁর দাবি, ‘সরকারের অবহেলার’ কারণেই এতগুলো নিরীহ মানুষ মারা গেলেন। তাঁর ট্যুইট, “রোদের মধ্যে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠান! সরকারের অবহেলার কারণেই কতগুলো নিরপরাধ মানুষকে অকালে চলে যেতে হল। সরকারের বিরুদ্ধে অপরাধমূলক হত্যার মামলা করা উচিত।"
মহারাষ্ট্র: চাঁদি ফাটা রোদ। তার মধ্যে তীব্র দাবদাহ। এই রকম পরিস্থিতিতে নাভি মুম্বইয়ে আয়োজিত হয়েছিল মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে খোলা আকাশের নীচে খটখটে রোদের মধ্যে বসে থেকে প্রাণ হারালেন অন্তত ১১ জন। অতিরিক্ত রোদে আর গরমে অসুস্থ হয়ে পড়েছেন ১২০ জনেরও বেশি। হাসপাতালে ভর্তি কমপক্ষে ৫০। এমজিএম হাসপাতালে পৌঁছে রোগীদের সঙ্গে দেখা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণ ওরফে আপ্পাসাহেব ধর্মাধিকারীকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দেওয়া হচ্ছিল, আর সেই উপলক্ষে সেখানে হাজির হয়েছিলেন তাঁর লক্ষাধিক অনুগামী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সরাসরি অমিত শাহের হাত থেকেই মহারাষ্ট্র সরকারের এই পুরস্কারটি গ্রহণ করেন ধর্মাধিকারী।
पद्म श्री डॉ आप्पासाहेब धर्माधिकारी जी 30वर्षांपासून आदिवासी वस्त्यांमध्ये तसेच अनेक भागात आरोग्य, स्वच्छता, व्यसनमुक्ती यासाठी अतुलनीय कार्य करत आहेत.
मानवसेवेसाठी आपले संपूर्ण आयुष्य समर्पित करणाऱ्या या समाजसेवकाला आज 'महाराष्ट्र भूषण-2022' पुरस्कार देण्याचा बहुमान मला मिळाला. pic.twitter.com/4EEBhGMZu2 — Amit Shah (@AmitShah) April 16, 2023
advertisement
advertisement
অনুষ্ঠানের জন্য সকাল থেকেই খোলা ময়দানে জড়়ো হতে শুরু করেছিলেন মানুষ। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলে দুপুর ১টা পর্যন্ত। জানা গিয়েছে, উপস্থিত লক্ষাধিক মানুষের বসার জন্য কোনও ছায়াযুক্ত জায়গার ব্যবস্থা ছিল না। এই তপ্ত রোদে, লু-এর মধ্যে, খোলা আকাশের নীচে কোনও ছায়া ছাড়াই বসেছিলেন ওঁরা। এই ভয়ানক গাফিলতির জন্যেই জলজ্যান্ত ৮টি মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করছেন মৃতদের আত্মীয়েরা।
advertisement
আরও পড়ুন: চাঁদি ফাটা রোদ, সঙ্গে হাঁসফাঁস গরম! রাজ্য়ের ১৭ জেলায় ৪০ ডিগ্রি ছাড়াল তাপমাত্রার পারদ
ঘটনাস্থলে দায়িত্বরত রাজস্ব বিভাগের এক আধিকারিক বলেন, “ঘটনা চলাকালীনই মোট ১২৩ জন ডিহাইড্রেশনের মতো অসুস্থতার কথা জানিয়েছিলেন। তাঁদের অবিলম্বে অনুষ্ঠানস্থলে থাকা ৩০টি মেডিক্যাল বুথে রেফার করা হয়। ১৩ জন রোগী, যাঁদের আরও চিকিৎসার প্রয়োজন ছিল, তাঁদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মেডিক্যাল বুথে মোট ৩০ জন ডাক্তার মোতায়েন করা হয়েছিল। সেখানে আইসিইউ-র সুবিধা ছিল।"
advertisement
महाराष्ट्र भूषण पुरस्कार सोहळा उन्हामध्ये ठेऊन सरकारच्या निष्काळजीपणामुळे काही निष्पाप लोकांचा मृत्यू झाल्याचे व अनेक लोक गंभीर असल्याचे समजते.हा सरकारने केलेला मनुष्यवध आहे.यासाठी सरकारवर सदोष मनुष्यवधाचा गुन्हा दाखल झाला पाहिजे.
— Suraj Chavan (सूरज चव्हाण) (@surajvchavan) April 16, 2023
এই বিষয়ে একনাথ শিণ্ডের সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এনসিপি নেতা সুরজ চহ্বাণ। তাঁর দাবি, ‘সরকারের অবহেলার’ কারণেই এতগুলো নিরীহ মানুষ মারা গেলেন। তাঁর ট্যুইট, “রোদের মধ্যে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠান! সরকারের অবহেলার কারণেই কতগুলো নিরপরাধ মানুষকে অকালে চলে যেতে হল। সরকারের বিরুদ্ধে অপরাধমূলক হত্যার মামলা করা উচিত।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
April 16, 2023 11:09 PM IST