Arvind Kejriwal | AAP | CBI: ‘গোটা মামলাটাই ভুয়ো’, টানা ৯ ঘণ্টা CBI-এর জিজ্ঞাসাবাদের পরে বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল

Last Updated:

এদিন কেজরির সিবিআই হাজিরা ঘিরে উত্তপ্ত ছিল রাজধানী। বিক্ষোভ দেখানোর জন্য আপ নেতা রাঘব চড্ডা ও সঞ্জয় সিংকে গ্রেফতারও করে পুলিশ। অরবিন্দ কেজরিওয়াল বেরনোর সঙ্গে সঙ্গে তাঁদেরও ছেড়ে দেওয়া হয়।

নয়াদিল্লি: সকাল থেকেই সরগরম রাজধানী। কোনও দুর্নীতি মামলায়, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকেই সরাসরি তলব করেছে সিবিআই, এমনটা সাম্প্রতিক অতীতে ঘটেছে বলে মনে হয় না। তাই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির মুখ্য আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের সিবিআই তলব ঘিরে উত্তেজনা ছিল দিনভর। সারা দেশেরই নজর ছিল দিল্লিতে। একসময় তো আপ নেতারা ভাবতেও শুরু করে দিয়েছিলেন, আজই বুঝি গ্রেফতার হবেন কেজরি! তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠকও ডাকা হয়ে গিয়েছিল। তবে গ্রেফতারির আশঙ্কা আপাতত সরিয়ে রেখে,পাক্কা ৯ ঘণ্টা পরে সিবিআইয়ের দফতর থেকে বেরলেন অরবিন্দ কেজরিওয়াল।
সিবিআই দফতর থেকে বেরিয়েই সিবিআইয়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন কেজরি। কী বললেন? বললেন, দিল্লির আবগারি নীতি সংক্রান্ত গোটা মামলাটাই নাকি ভুয়ো। কেজরিদের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণই নাকি নেই সিবিআইয়ের হাতে। প্রসঙ্গত, গত মাসে এই দিল্লি আবদারি দুর্নীতি মামলাতেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এখনও জেলেই বন্দি তিনি।
advertisement
আরও পড়ুন: দিল্লি আবগারি কাণ্ডে এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেই তলব করল সিবিআই, রবিবারই দিতে হবে হাজিরা
মধ্য দিল্লির লোধি রোডে সিবিআইয়ের সদর দফতর থেকে নিজের বাড়ি পৌঁছে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন অরবিন্দ কেজরিওয়াল। বলেন, ‘‘সিবিআই আমাকে ৫৬টা প্রশ্ন করেছে। সব প্রশ্নেরই উত্তর দিয়েছি। সব ভুয়ো। গোটা মামলাটাই ভুয়ো। আমাদের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ নেই ওদের কাছে।’’
advertisement
advertisement
তাঁর দাবি, সততাই আপ-এর আদর্শ। তাঁরা মৃত্যু বরণ করবেন, অথচ, সততার প্রশ্নে এক ফোঁটা আপস করবেন না। ২০২০ সাল, ঠিক যে বছর থেকে দিল্লির নতুন আবগারি নীতি কার্যকর হয়, সেই দিন থেকে তা বাতিল হওয়া পর্যন্ত সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় অরবিন্দের কাছ থেকে তদন্তকারীরা জানতে চেয়েছেন বলে সূত্রের খবর। কেজরির দাবি, ‘‘এখন আমরা একটা জাতীয় রাজনৈতিক দল। তাই আম আদমি পার্টিকে বদনাম করতেই ওরা এইসব করছে।’’
advertisement
আরও পড়ুন: এই নিয়ম না মানলে আপনার বাড়ি হয়ে যেতে পারে ভাড়াটের! কোর্ট কাছারি করেও কোনও লাভ হবে না
গত পরশু, অর্থাৎ, শুক্রবারই এই মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে নিজেদের সদর দফতরে ডেকে পাঠায় সিবিআই। তবে পরে জানা যায়, অভিযুক্ত হিসাবে নয়, একজন সাক্ষী হিসাবেই তলব করা হয়েছে তাঁকে।
এদিন কেজরির সিবিআই হাজিরা ঘিরে উত্তপ্ত ছিল রাজধানী। বিক্ষোভ দেখানোর জন্য আপ নেতা রাঘব চড্ডা ও সঞ্জয় সিংকে গ্রেফতারও করে পুলিশ। অরবিন্দ কেজরিওয়াল বেরনোর সঙ্গে সঙ্গে তাঁদেরও ছেড়ে দেওয়া হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Arvind Kejriwal | AAP | CBI: ‘গোটা মামলাটাই ভুয়ো’, টানা ৯ ঘণ্টা CBI-এর জিজ্ঞাসাবাদের পরে বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement