নয়াদিল্লি: বাড়িতে ভাড়াটিয়া রাখা নতুন কিছু নয়৷ অনেকে তো এমনও রয়েছেন, যাঁরা শুধুমাত্র বাড়ি ভাড়া দিয়ে সেই টাকাতেই দিন গুজরান করেন৷ হয়ত পৈতৃক বা অন্য সূত্রে কোনও সম্পত্তি রয়েছে, অথবা, নিজেরই বসতভিটার কিছু অংশ হয়ত ভাড়া দিয়েছেন৷ কিন্তু, জানেন কি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম খেয়াল না রাখলে আপনার বাড়ি, কিংবা বাড়ির ওই অংশ আপনার ভাড়াটের হয়ে যেতে পারে?