মঞ্চে ফ্যানের স্তন দেখিয়ে বিতর্কে ম্যাডোনা !

Last Updated:

বিতর্ক ব্যাপারটা ম্যাডোনার কাছে নতুন নয়, যখনই সুযোগ পেয়েছেন, তখনই নিজেকে টেনে এনেছেন বিতর্কে ৷ তবে এবার শুধু নিজে নয়, নিজের ফ্যানকে টেনে নিয়ে নতুন বিতর্কে জড়ালেন পপ ক্যুইন ম্যাডোনা ! তা এবার ম্যাডোনা করলেন কি?

#লস এঞ্জেলেস: বিতর্ক ব্যাপারটা ম্যাডোনার কাছে নতুন নয়, যখনই সুযোগ পেয়েছেন, তখনই নিজেকে টেনে এনেছেন বিতর্কে ৷ তবে এবার শুধু নিজে নয়, নিজের ফ্যানকে টেনে নিয়ে নতুন বিতর্কে জড়ালেন পপ ক্যুইন ম্যাডোনা ! তা এবার ম্যাডোনা করলেন কি?
লস এঞ্জেলেসে ভালোই চলছিল ম্যাডোনার অনুষ্ঠান ৷ ম্যাডোনার গানে ডুবে ছিল লক্ষাধিক অনুরাগী ৷ কিন্তু হঠাৎই ঘটল এমন ঘটনা, যা হতবাক করল গোটা বিশ্বকে ৷ দর্শক আসন থেকে এক মহিলা ফ্যানকে স্টেজে তুললেন ম্যাডোনা ৷ সুন্দরী ওই ফ্যান স্টেজে উঠলেই, ম্যাডোন চিৎকার করে বলতে শুরু করলেন, ‘তুমি এমন একটা মেয়ে, যাকে দেখলেই যৌনতা বেড়ে যায় ৷’ তবে শুধু বলাতেই আটকে থাকলেন না ম্যাডোনা ৷ দুম করে মহিলা ফ্যানের বুক থেকে পোশাক দিলেন খুলে ! স্টেজের আলোতে ধরা পড়ল মহিলার অনাবৃত স্তনযুগল ৷ রসিকতা করে, ম্যাডোনা ওই ফ্যানকে বললেন, ‘হে ভগবান ! এ আমি কি করলাম ? এটা কি যৌন নির্যাতন? যদি তাই হয়, তাহলে তুমিও আমার সঙ্গে করতে পারো সুন্দরী !’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মঞ্চে ফ্যানের স্তন দেখিয়ে বিতর্কে ম্যাডোনা !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement