Crime News: এলোপাথাড়ি চড়ের পর গলা ফালাফালা করে কিশোরীকে খুন যুবকের! সরকারি হাসপাতালে দিনের আলোয় প্রকাশ্যে নৃশংস হত্যাকাণ্ড! ক্যামেরাবন্দি রক্ত জল করা দৃশ্য!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Crime News:মোবাইল ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে কালো শার্ট পরা অভিষেক সন্ধ্যাকে চড় মারছে, মাটিতে ফেলে দিচ্ছে, বুকে চেপে ধরেছে এবং তার পর ছুরি দিয়ে গলা কেটে ফেলছে।
সকলের চোখের সামনে প্রকাশ্য দিবালোকে হাসপাতালে খুন করা হল এক কিশোরীকে৷ এই নৃশংস ঘটনা মধ্যপ্রদেশের৷ অভিযোগ, গত ২৭ জুন নরসিংহপুরে সরকারি হাসপাতালে ১৯ বছর বয়সি সন্ধ্যা চৌধুরিকে নির্মমভাবে হত্যা করা হয়৷ অভিযোগ, দ্বাদশ শ্রেণীর এই ছাত্রীর প্রতি আসক্তি ছিল হত্যাকারীর৷ কিন্তু সবথেকে ভয়ঙ্কর ঘটনা হল, সকলের চোখের সামনে হলেও কেউ এগিয়ে আসেনি বাধা দিতে৷
সোমবার প্রকাশিত হওয়া এই ভয়াবহ ফুটেজে দেখা যায়, অভিযুক্ত অভিষেক কোষ্টি মেয়েটির গলা কেটে ফেলছে৷ কিন্তু চারপাশের লোকজন, এমনকি হাসপাতালের কর্মীরাও এ সব দেখেও কিছুই করছেন না। কেউ কেউ তো হাসপাতালের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মেয়েটির মৃত্যুর সময় অবলীলায় পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।
যা নিরাময়ের জায়গা হওয়া উচিত ছিল, সেই হাসপাতালই খুনের দৃশ্যে পরিণত হয়েছে। মোবাইল ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে কালো শার্ট পরা অভিষেক সন্ধ্যাকে চড় মারছে, মাটিতে ফেলে দিচ্ছে, বুকে চেপে ধরেছে এবং তার পর ছুরি দিয়ে গলা কেটে ফেলছে। এই সব ঘটনা ঘটেছে প্রকাশ্য দিবালোকে, জরুরি বিভাগের ভেতরে, ডাক্তার এবং রক্ষীদের কাছ থেকে মাত্র কয়েক মিটার দূরে। আক্রমণটি প্রায় ১০ মিনিট স্থায়ী হয়েছিল। এরপর আক্রমণকারী নিজের গলা কেটে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়, হাসপাতাল থেকে পালিয়ে যায়, বাইরে পার্ক করা একটি বাইক চালু করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
advertisement
advertisement
তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে, হত্যাকাণ্ডের সময়, ট্রমা সেন্টারের বাইরে দু’জন নিরাপত্তারক্ষী মোতায়েন ছিলেন। ভিতরে, হাসপাতালের একাধিক কর্মী ছিলেন, যার মধ্যে একজন ডাক্তার, নার্স এবং ওয়ার্ড বয় ছিলেন। কেউ-ই আক্রমণকারীকে থামাতে পারেনি। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় রোগী এবং তাদের পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। ট্রমা ওয়ার্ডে ভর্তি ১১ জন রোগীর মধ্যে আটজনকে একই দিনে ছেড়ে দেওয়া হয় এবং বাকিরা পরের দিন সকালে চলে যায়।
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সেদিন দুপুর ২টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়৷ তার পরিবারকে বলে যে সে ওই সরকারি হাসপাতালে প্রসূতি ওয়ার্ডে তার এক বন্ধুর শ্যালিকার সাথে দেখা করতে যাচ্ছে। অভিষেক কোষ্টি দুপুর থেকে হাসপাতালের আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল – সম্ভবত অপেক্ষা করছিল সন্ধ্যার জন্যই। সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করার আগে তারা ২২ নম্বর ঘরের বাইরে কিছু ক্ষণ কথাও বলে।
advertisement
আরও পড়ুন : ধরিয়ে দিল লঙ্কার গুঁড়ো! প্রেমিকের সঙ্গে মিলে ঘাড়ে পা দিয়ে চেপে স্বামীকে খুন! পুলিশের জালে ঘাতক স্ত্রী
খুনটা খুব দ্রুত হয়েছিল, রক্তক্ষরণ মারাত্মক ছিল। ফলে সন্ধ্যা ঘটনাস্থলেই মারা যায়। বিকেল সাড়ে ৩টে নাগাদ মেয়েটির পরিবারকে খবর দেওয়া হয়। তাঁরা যখন হাসপাতালে পৌঁছন, তখনও ঘটনাস্থলে রক্তের সাগরেই সন্ধ্যার মৃতদেহ পড়ে ছিল। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিবারটি হাসপাতালের বাইরে রাস্তা অবরোধ করে। রাত ১০:৩০ নাগাদ বিক্ষোভ শান্ত হয়। কিন্তু রাত ২টো পর্যন্ত উত্তেজনা আবারও ছড়িয়ে পড়ে৷ শেষমেশ কর্মকর্তারা এই অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্ত অভিষেক কোষ্ঠীকে গ্রেফতার করা হয়নি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 10:16 AM IST