Killer Wife: ধরিয়ে দিল লঙ্কার গুঁড়ো! প্রেমিকের সঙ্গে মিলে ঘাড়ে পা দিয়ে চেপে স্বামীকে খুন! পুলিশের জালে ঘাতক স্ত্রী

Last Updated:

Killer Wife:নিথর দেহ ফেলে দিয়ে আসে ৩০ কিলোমিটার দূরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২৪ জুন এই ঘটনা ঘটে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বেঙ্গালুরু: ফের স্ত্রী এবং তার প্রেমিকের চক্রান্তের মাশুল দিলেন স্বামী। এ বার এই রোমহর্ষক অপরাধের ঘটনাস্থল কর্নাটক। অভিযোগ, তুমাকুরু জেলার টিপতুর তালুকের কাদাশেট্টিহাল্লি গ্রামের বাসিন্দা সুমঙ্গলা প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে খুন করে নিজের স্বামী, ৫০ বছর বয়সি শঙ্করমূর্তিকে। তার পর তাঁর নিথর দেহ ফেলে দিয়ে আসে ৩০ কিলোমিটার দূরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২৪ জুন এই ঘটনা ঘটে।
তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে ৫০ বছর বয়সি একটি খামারবাড়িতে একা থাকতেন। তার স্ত্রী সুমঙ্গলা, যিনি টিপতুরের কল্পতরু গার্লস হস্টেলে রান্নার কাজ করত। অভিযোগ, করাদালুসান্তে গ্রামের বাসিন্দা নাগরাজুর সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সুমঙ্গলা। নিজের প্রেমের পথে স্বামীকে বাধা হিসেবে দেখেছিল সুমঙ্গলা। পুলিশ জানিয়েছে, অপরাধের দিন, সুমঙ্গলা তার স্বামীর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়, লাঠি দিয়ে মারেন এবং তার পর তার পা তার ঘাড়ে চেপে ধরে নৃশংসভাবে হত্যা করে।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, হত্যার পর তারা মৃতদেহটি একটি বস্তায় ভরে প্রায় ৩০ কিলোমিটার দূরে নিয়ে যায়। এরপর তারা মৃতদেহটি তুরুভেকেরে তালুকের দন্ডানিশিভারা থানার আওতাধীন একটি খামারের একটি কুয়োয় ফেলে দেয়। ঘটনাটি প্রথমে নোনাভিনাকেরে থানায় একটি নিখোঁজ মামলা হিসেবে দায়ের করা হয়েছিল। তবে, তল্লাশি অভিযানের সময় পুলিশ নিহতের বিছানায় মরিচের গুঁড়োর চিহ্ন এবং ধস্তাধস্তির চিহ্ন খুঁজে পায়, যা সন্দেহ জাগিয়ে তোলে।
advertisement
আরও পড়ুন: মহাকাশ থেকে মোদির সঙ্গে শুভাংশুর ঐতিহাসিক আলাপচারিতা! প্রসঙ্গে গাজরের হালুয়া, সীমাহীন পৃথিবী ও বিশাল ভারত…
সুমঙ্গলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি তার মোবাইল কল ডিটেইল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ হত্যার পরিকল্পনার রহস্য উদঘাটন করে। অবশেষে সে অপরাধ স্বীকার করে। নোনাভিনাকেরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Killer Wife: ধরিয়ে দিল লঙ্কার গুঁড়ো! প্রেমিকের সঙ্গে মিলে ঘাড়ে পা দিয়ে চেপে স্বামীকে খুন! পুলিশের জালে ঘাতক স্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement