PM Modi Video Call Space with Shubhanshu Shukla: মহাকাশ থেকে মোদির সঙ্গে শুভাংশুর ঐতিহাসিক আলাপচারিতা! প্রসঙ্গে গাজরের হালুয়া, সীমাহীন পৃথিবী ও বিশাল ভারত...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
PM Modi Video Call Space with Shubhanshu Shukla: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। তিনি মহাকাশে গাজরের হালুয়া, মুগডালের হালুয়া ও আমরাস নিয়ে যান এবং বলেন, বিস্তারিত জানুন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এই আলাপচারিতায় শুভেচ্ছা জানানোর পাশাপাশি মোদি তার শারীরিক অবস্থার খোঁজ নেন। শুভাংশু বর্তমানে Axiom-4 (Ax-4) মিশনের অধীনে স্পেসএক্সের ড্রাগন স্পেসক্র্যাফটে করে মহাকাশে অবস্থান করছেন।
advertisement
advertisement
আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেন, “আপনি এখন দেশ থেকে দূরে থাকলেও, ভারতবাসীর হৃদয়ের খুব কাছাকাছি রয়েছেন।” এই কথায় আবেগঘন হয়ে ওঠে মুহূর্তটি। মোদি আরও প্রশ্ন করেন, “আপনি তো গাজরের হালুয়া নিয়ে গেছেন মহাকাশে। সবাইকে কি খাওয়ালেন?” শুক্লা উত্তরে জানান, “আমি গাজরের হালুয়া, মুগ ডালের হালুয়া ও আমরাস নিয়েছিলাম, এবং সবাই একসঙ্গে খেয়েছে। সবাই খুব পছন্দ করেছে।”
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement