Bridge Collapse: বোনের বিয়ে থেকে মোটরবাইকে ফেরার পথে সেতু ধসে মর্মান্তিক মৃত্যু দাদার, শোকস্তব্ধ পরিবার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bridge Collapse: এই দুর্ঘটনার পর সেতুটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে৷ নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের তদন্তের৷ মধ্যপ্রদেশ সড়ক উন্নয়ন কর্পোরেশনের বরেলী বিভাগের ম্যানেজার এ এ খানকে সাসপেন্ড করা হয়েছে৷
বরেলী: বোনের বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দাদার৷ এই মর্মান্তিক ঘটনা মধ্যপ্রদেশের নয়াগাঁও অঞ্চলের৷ বরেলী-পিপারিয়া জাতীয় সড়কে সেতু ভেঙে মৃত্যু হল ৩৫ বছর বয়সি যুবক দেবেন্দ্র সিংহ ধকড়ের৷ সোমবার রাতে ভোপালের এইমস-এ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
এই দুর্ঘটনার পর সেতুটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে৷ নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের তদন্তের৷ মধ্যপ্রদেশ সড়ক উন্নয়ন কর্পোরেশনের বরেলী বিভাগের ম্যানেজার এ এ খানকে সাসপেন্ড করা হয়েছে৷ তৎকালীন ডিভিশনাল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি তৈরি করে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷
advertisement
প্রসঙ্গত মেরামতির কাজ চলাকালীন সোমবার সকালে ধসে পড়ে নয়াগাঁও সেতু৷ সেই সময় দু’টি মোটরবাইক আরোহী সেতুর উপর দিয়ে যাচ্ছিল৷ এক মজুর-সহ ওই দুই বাইকের চার আরোহীর মৃত্যু হয় দুর্ঘটনায়৷ প্রথমে বরেলী সিভিল হাসপাতাল ও পরে ভোপাল এইমসে তাঁদের নিয়ে যাওয়া হয়৷ এইমসের চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন৷ দুর্ঘটনা থেকে কোনও মতে রক্ষা পান ৬ জন মজুর৷ কিন্তু একজন আটকে যান ধ্বংসস্তূপের মধ্যে৷
advertisement
advertisement
আরও পড়ুন : স্ত্রী নিথর খাটে! স্বামী ঝুলন্ত সিলিং থেকে! দেওয়ালে লিপস্টিকে লেখা ‘বার্তা’! দম্পতির রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিলাসপুরে
প্রাক্তন সিআরপিএফ জওয়ান দেবেন্দ্র বর্তমানে নতুন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন৷ একদিন আগেই শিবানী গ্রামে তাঁর বোনের বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন৷ বোনকে তাঁর শ্বশুরবাড়ির পথে রওনা করিয়ে নিজে আর ঘরে ফিরতে পারলেন না দেবেন্দ্র৷ তাঁর স্ত্রী ভূমি রাজস্ব বিভাগের কর্মী৷ দেবেন্দ্রর অকালমৃত্যুতে তাঁর পরিবার শোকস্তব্ধ৷
advertisement
১৯৮০ সালে নির্মিত এই সেতু ঘিরে একাধিক ত্রুটি বিচ্যুতি সম্প্রতি সামনে আসে৷ রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগও উঠেছে অতীতে৷ এই দুর্ঘটনা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2025 9:24 AM IST

