Covid19 Vaccination : ‘আমার দোষ কোথায়?’ স্কুলের ৩০ জন পড়ুয়াকে একই সিরিঞ্জে কোভিড-টিকা দিয়ে প্রশ্ন টিকাকর্মীর

Last Updated:

Covid19 Vaccination : এক অভিভাবকের ফোনে রেকর্ড করা টিকাকর্মী জিতেন্দ্রর নির্মম সরল স্বীকারোক্তি এখন ভাইরাল ৷

এক অভিভাবকের ফোনে রেকর্ড করা টিকাকর্মী জিতেন্দ্রর নির্মম সরল স্বীকারোক্তি এখন ভাইরাল
এক অভিভাবকের ফোনে রেকর্ড করা টিকাকর্মী জিতেন্দ্রর নির্মম সরল স্বীকারোক্তি এখন ভাইরাল
সগর : ৩০ জন স্কুলপড়ুয়াকে কোভিড ১৯ ভাইরাসের টিকা দেওয়া হল একটি মাত্র সিরিঞ্জ ব্যবহার করে৷ বিপজ্জনক এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সগরের জৈন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে৷ ঘটনার পর অভিযুক্ত টিকাকর্মী জিতেন্দ্রর দাবি কর্তৃপক্ষ তাঁকে একটিমাত্র সিরিঞ্জই দিয়েছিলেন ৷ তাঁর আরও দাবি, বিভাগীয় প্রধান তাঁকে বলেছিলেন ওই একটি সিরিঞ্জ দিয়েই সব পড়ুয়াকে টিকা দিতে ৷ এক অভিভাবকের ফোনে রেকর্ড করা টিকাকর্মী জিতেন্দ্রর নির্মম সরল স্বীকারোক্তি এখন ভাইরাল ৷
টিকা-সহ যে কোনও ইঞ্জেকশনের ক্ষেত্রে নয়ের দশকের গোড়া থেকেই ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করার রীতি৷ এইচআইভি পজিটিভ সংক্রান্ত রোগ ছড়িয়ে পড়া আটকাতেই এই স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশ জারি করা হয় বিশ্ব জুড়ে ৷ তার এত বছর পর মধ্যপ্রদেশের স্কুলে এই ঘটনায় চারদিকে তীব্র সমালোচনার ঝড়৷
আরও পড়ুন : বিরলতম রক্ত মিলল ভারতে! A, B, AB বা O নয় EMM Negative রক্তের হদিশ বৃদ্ধের দেহে
এই ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওয় অভিযুক্ত টিকাকর্মী জিতেন্দ্রকে বলতে শোনা গিয়েছে যিনি তাঁকে টিকাকরণের উপকরণ দিয়েছেন তাঁর কাছ থেকে একটিমাত্র সিরিঞ্জই তিনি পেয়েছেন৷ কিন্তু তিনি কি জানেন না একটি সিরিঞ্জ কেবল একজনের ক্ষেত্রেই ব্যবহার করা যায়? তাঁর উত্তর ‘‘সেটা আমি জানি৷ সেই কারণেই আমি তাঁদের জিজ্ঞাসাও করি যে একটাই মাত্র সিরিঞ্জ আমি ব্যবহার করব কিনা৷ তাঁরা বলেন, হ্যাঁ, একটাই সিরিঞ্জ ব্যবহার করতে হবে৷’’ এ বার টিকাকর্মীর প্রশ্ন, ‘‘তাহলে এতে আমার দোষ কোথায়? আমাকে যা বলা হয়েছে সেটাই করেছি মাত্র৷’’
advertisement
advertisement
আরও পড়ুন :  সাসপেন্ডেড সাংসদদের রিলে ধরনায় নৈশভোজে মুরগির মাংস, রুমালি রুটি!
অভিযুক্ত টিকাকর্মী জিতেন্দ্রর নামে এফআইআর দায়ের করেছে সগরের জেলা প্রশাসন৷ জেলার টিকাকরণ আধিকারিক ডক্টর রাকেশ রোশনের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ টিকা ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পাঠানোর দায়িত্বে ছিলেন তিনিই৷ দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক ক্ষিতীশ সিঙ্ঘল এই ঘটনায় সিএমওএইচ-কে তদন্তের নির্দেশ দিয়েছেন৷ তবে তন্তের সময় হাজির ছিলেন না জিতেন্দ্র ৷ জানা গিয়েছে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে তাঁর মোবাইল ফোনও সুইচড অফ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  "আপনার নাম মোদিজি, আপনাকে রোজ টিভিতে দেখা যায়," একরত্তির উত্তরে হেসে ফেললেন মোদি
গত বছর জানুয়ারিতে দেশে কোভিড টিকাকরণ শুরু হওয়ার সময় থেকেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও পরিবার কল্যাণ দফতর বার বার আবেদন করেছে একটা নিডল ও সিরিঞ্জ মাত্র একবারই ব্যবহারের জন্য ৷ হু এবং ইউনিসেফের তরফেও একই পরামর্শ দেওয়া হয়েছিল ৷ তার পরও স্কুলপড়ুয়াদের ক্ষেত্রে এই তীব্র অবহেলার ছবি কাঠগড়ায় তুলেছে প্রশাসনকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid19 Vaccination : ‘আমার দোষ কোথায়?’ স্কুলের ৩০ জন পড়ুয়াকে একই সিরিঞ্জে কোভিড-টিকা দিয়ে প্রশ্ন টিকাকর্মীর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement