Madhya Pradesh bus accident: সেতু থেকে নদীতে বাস! মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, অন্তত ২২ জনের মৃত্যু

Last Updated:

যাত্রী বোঝাই বাসটি ইন্দৌরের দিকে যাচ্ছিল৷ এ দিন সকাল ৮.৪০ মিনিট নাগাদ ডোনগরগাঁও দাসাঙ্গা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর উপর নীচের নদীর মধ্যে গিয়ে পড়ে সেটি৷

সেতু থেকে নীচে গিয়ে পড়ে বাসটি৷ ছবি- এএনআই
সেতু থেকে নীচে গিয়ে পড়ে বাসটি৷ ছবি- এএনআই
ইন্দৌর: মধ্যপ্রদেশের খারগোনে সেতু থেকে বাস পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হল৷ ভয়াবহ এই দুর্ঘটনায় আহতও হয়েছেন অনেক যাত্রী৷ দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন৷ দুর্ঘটনার পর পুলিশ, উদ্ধারকারী দলের সঙ্গে স্থানীয় গ্রামবাসীরাও হাত লাগান৷
জানা গিয়েছে, যাত্রী বোঝাই বাসটি ইন্দৌরের দিকে যাচ্ছিল৷ এ দিন সকাল ৮.৪০ মিনিট নাগাদ ডোনগরগাঁও দাসাঙ্গা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর উপর নীচের নদীর মধ্যে গিয়ে পড়ে সেটি৷ যদিও গ্রীষ্মকালে নদীতে জল ছিল না৷ তা না হলে আরও প্রাণহানি ঘটতে পারত৷ নিহতদের মধ্য তিনটি শিশু এবং দশজন মহিলা রয়েছেন৷
advertisement
advertisement
দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ গুরুতর আহতদের জন্য ৫০ হাজার এবং অল্প আহতদের ক্ষেত্রে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি আহতদের চিকিৎসার যাবতীয় খরচও রাজ্য সরকার বহন করবে৷
এর পাশাপাশি নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ আহতদেরও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে৷
advertisement
তবে কীভাবে বাসটি সেতুর রেলিং ভেঙে নীচে গিয়ে পড়ল, তা এখনও স্পষ্ট নয়৷ বাস চালকের কোনও ভুল নাকি বাসটিতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh bus accident: সেতু থেকে নদীতে বাস! মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, অন্তত ২২ জনের মৃত্যু
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement