Luizinho Faleiro writes letter to Sonia Gandhi before joining TMC: কংগ্রেসের আর কোনও আশা নেই, তৃণমূলে যোগদানের আগে সনিয়াকে চিঠিতে লিখলেন ফেলেইরো

Last Updated:

এখনও সরাসরি তৃণমূলে যোগদানের কথা না বললেও সোমবার বিধায়ক পদে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro writes letter to Sonia Gandhi before joining TMC)৷

কংগ্রেস ছেড়ে তৃণমূলের পথে লুইজিনহো ফেলেইরো৷
কংগ্রেস ছেড়ে তৃণমূলের পথে লুইজিনহো ফেলেইরো৷
#পানাজি: কংগ্রেসের (Congress) ঘুরে দাঁড়ানোর আর কোনও আশা তিনি দেখছেন না৷ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার আগে সনিয়া গান্ধিকে চিঠি দিয়ে এমনই দাবি করলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro writes letter to Sonia Gandhi)৷
প্রায় চল্লিশ বছর কংগ্রেসে ছিলেন ফেলেইরো (Luizinho Faleiro)৷ গোয়ায় দু' বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি৷ গোয়ার কংগ্রেস সভাপতির দায়িত্বও সামলেছেন৷ ৭০ বছর বয়সি ফেলেইরো সোমবার বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পাশাপাশি কংগ্রেসও ছাড়েন৷ সম্ভবত বুধবার তৃণমূলে যোগ দেবেন তিনি (Luizinho Faleiro to join TMC)৷
advertisement
advertisement
কংগ্রেস ছাড়ার কথা জানিয়ে সভানেত্রী সনিয়া গান্ধিকে (Sonia Gandhi) চিঠি লেখেন ফেলেইরো৷ সেখানেই তিনি জানান, 'দলের অধঃপতন আটকাতে কোনও তাগিদ বা আশা দেখছেন না তিনি৷' ফেলেইরো হতাশার সঙ্গে আরও জানিয়েছেন, যে দলের জন্য তিনি আত্মত্যাগ করেছিলেন এবং লড়াই করেছিলেন, এখনকার কংগ্রেসের সঙ্গে তাকে তিনি মেলাতে পারছেন না৷
এখনও সরাসরি তৃণমূলে যোগদানের কথা না বললেও সোমবার বিধায়ক পদে ইস্তফা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করেন লুইজিনহো ফেলেইরো৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদিকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন৷ পশ্চিমবঙ্গে মমতার ফর্মুলা দিতে গিয়েছে৷' ফেলেইরো আরও বলেন, 'আমি চল্লিশ বছর ধরে কংগ্রেসে রয়েছি, কংগ্রেসি হয়েই থাকব৷ চারটি কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই নরেন্দ্র মোদিকে সবথেকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছেন৷ মোদি পশ্চিমবঙ্গে দুশো জনসভা করেছেন, অমিত শাহ আড়াইশো৷ তার পরে ইডি, সিবিআই-এর চাপ তো ছিলই৷ এত কিছুর পরেও মমতার ফর্মুলার জয় হয়েছে৷'
advertisement
সনিয়া গান্ধিকে লেখা চিঠিতে ফেলেইরো আরও অভিযোগ করেছেন, ২০১৭ সালে ক্ষমতা দখলের কাছাকাছি এসেও হাতছাড়া হয় কংগ্রেসের৷ এর জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির হস্তক্ষেপ এবং নাম না করে এআইসিসি-র দায়িত্বপ্রাপ্ত নেতা দিগ্বিজয় সিং-কে দায়ী করেছেন ফেলেইরো৷ হতাশার সঙ্গে তিনি লিখেছেন, ২০১৭ সালের পর থেকেই গোয়ায় কংগ্রেস দুর্বল হতে শুরু করে৷
গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, একে একে রাজ্যের তেরো জন বিধায়ক দল ছাড়লেও তার জন্য কে দায়ী তা খুঁজে বের করার চেষ্টা করেনি দল৷ কী করলে দলের পতন আটকানো যাবে, তা নিয়েও দল কোনও আলোচনা বা পদক্ষেপ করেনি বলে অভিযোগ করেছেন ফেলেইরো৷
advertisement
কয়েকদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুস্মিতা দেবের মতো অভিজ্ঞ নেত্রী৷ পঞ্জাবেও অমরিন্দর সিং-এর সঙ্গে কংগ্রেসের বিচ্ছেদ কার্যত সময়ের অপেক্ষা৷ আর গোয়াতে ফেলেইরোকে হারিয়ে আরও চাপে পড়ল শতাব্দী প্রাচীন দলটি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Luizinho Faleiro writes letter to Sonia Gandhi before joining TMC: কংগ্রেসের আর কোনও আশা নেই, তৃণমূলে যোগদানের আগে সনিয়াকে চিঠিতে লিখলেন ফেলেইরো
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement