Kanhaiya Kumar removes AC installed at Patna CPI office: কংগ্রেসে যোগ দেওয়ার আগে সিপিআই অফিসের এসি মেশিন খুলে নিলেন কানহাইয়া কুমার!

Last Updated:

জেএনইউ-এর ছাত্র সংসদের প্রাক্তন নেতা কানহাইয়া কুমা এবং গুজরাতের রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের বিধায়ক জিগনেশ মেওয়ানির আজ কংগ্রেসে যোগদান করার কথা (Kanhaiya Kumar removes AC installed at Patna CPI office)৷

কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার৷ Photo- PTI
কংগ্রেসে যোগ দিচ্ছেন কানহাইয়া কুমার৷ Photo- PTI
#পটনা: কংগ্রেসে যোগ দেবেন৷ তাই দলবদলের আগে বিহারের সিপিআই রাজ্য অফিসে নিজের লাগানো এসি মেশিন খুলে নিলেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar removes AC installed at Patna CPI office)৷ বিহারে সিপিআই-এর রাজ্য সম্পাদক রাম নরেশ পান্ডে নিজেই এ কথা জানিয়েছেন৷ এতদিন সিপিআই-এর সদস্য ছিলেন কানহাইয়া (Kanhaiya Kumar)৷ নিজের খরচেই পটনায় সিপিআই-এর রাজ্য দফতরে একটি এসি মেশিন লাগিয়েছিলেন তিনি৷
রাম নরেশ পান্ডে জানিয়েছেন, 'এসি মেশিন খোলার জন্য অনুমতি চেয়েছিলেন কানহাইয়া৷ যেহেতু ওই এসি মেশিন তিনিই লাগিয়েছিলেন, তাই আমি সেটি খুলে নেওয়ার অনুমতি দিয়েছি৷' সংবাদসংস্থা এএনআই-এর কাছে অবশ্য সিপিআই রাজ্য সম্পাদক আশা প্রকাশ করেছেন, সিদ্ধান্ত বদলে কংগ্রেসে যোগ না দিয়ে সিপিআই-তেই থেকে যাবেন কানহাইয়া (Kanhaiya Kumar to join Congress)৷
রাম নরেশ পান্ডে বলেন, 'আমি এখনও আশা করি কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দেবেন না কারণ তিনি কমিউনিস্ট মনোভাবাপন্ন এবং এই ধরনের মানুষ খুব সহজে আদর্শগত পরিবর্তন করেন না৷'
advertisement
advertisement
রাম নরেশ পান্ডে আরও দাবি করেন, গত ৪ এবং ৫ সেপ্টেম্বর দিল্লিতে সিপিআই-এর ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে যোগ দিয়েছিলেন কানহাইয়া (Kanhaiya Kumar)৷ সেখানে তিনি দল ছাড়ার কোনও ইঙ্গিত দেননি বলেও দাবি করেছেন রাম নরেশ পান্ডে৷ তিনি আরও জানান, দলের কাছে নিজের জন্য কোনও পদেরও দাবি জানাননি কানহাইয়া কুমার৷
advertisement
জেএনইউ-এর ছাত্র সংসদের প্রাক্তন নেতা কানহাইয়া কুমা এবং গুজরাতের রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের বিধায়ক জিগনেশ মেওয়ানির আজ কংগ্রেসে যোগদান করার কথা৷ বর্তমানে কানহাইয়া সিপিআই-এর সর্বোচ্চ নীতি নির্ধারক ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kanhaiya Kumar removes AC installed at Patna CPI office: কংগ্রেসে যোগ দেওয়ার আগে সিপিআই অফিসের এসি মেশিন খুলে নিলেন কানহাইয়া কুমার!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement