Kanhaiya Kumar and Jignesh Mevani to join Congress| কানহাইয়া-জিগনেশের যোগদান কালই! বোমা ফাটাতে তৈরি কংগ্রেস, কতটা লাভ জোড়া ঘুঁটিতে

Last Updated:

Kanhaiya Kumar and Jignesh Mevani to join Congress| কংগ্রেসের পুনরুজ্জীবনের ক্ষেত্রে এই দুই তরুণের যোগ খুবই তাৎপর্যপূর্ণ মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

কাল কংগ্রেসে কানহাইয়া ও জিগনেশ মেবানি।
কাল কংগ্রেসে কানহাইয়া ও জিগনেশ মেবানি।
#নয়াদিল্লি:  সব ঠিক থাকলে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) আগামিকাল ভগৎ সিংয়ের জন্ম তিথিতে কংগ্রেসে যেতে চলেছেন। এখানেই শেষ নয় আরও চমক আছে আগামীকাল তার সঙ্গেই কংগ্রেসের যোগ দিতে পারেন গুজরাতের নির্দল বিধায়ক জিগনেশ মেবানি (Jignesh Mevani)। কংগ্রেসের পুনরুজ্জীবনের ক্ষেত্রে এই দুই তরুণের যোগ খুবই তাৎপর্যপূর্ণ মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
চলতি মাসেই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। তখন থেকেই জল্পনা শুরু হয় সিপিআইএম মানিয়ে নিতে না পেরে কানহাইয়া এবার দলবদল করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, এক্ষেত্রে কানহাইয়া যেমন বড় মঞ্চ পাবেন, ঠিক তেমনই বিহারের দলীয় সম্প্রসারণের ক্ষেত্রে কানহাইয়ার জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারবে কংগ্রেস। আর তাতে কংগ্রেসের মরা গাঙে জোয়ার আসবে বৈকি ।
advertisement
অন্য দিকে জিগনেশ (Jignesh Mevani) পাতিদার সম্প্রদায়ের নেতা। তাঁর জনপ্রিয়তাও প্রশ্নাতীত। গত বিধানসভা নির্বাচনে তাঁর বিরুদ্ধে প্রার্থী ও দেয়নি কংগ্রেস। এদিকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবেও সম্প্রতি বেছে নেওয়া হয়েছে পাতিদার সম্প্রদায়ের নেতা ভূপেন্দ্র পাটেলকে। ফলে মেপানি এলে কংগ্রেসের জন্য গুজরাটেও  কিছুটা হালে পানি পাবে ।
advertisement
উল্লেখ্য চলতি মাসের কানহাইয়া কুমার সিবিআইয়ের কার্যনির্বাহী কমিটির বৈঠকে যোগ দেন তবে দলে সব মিলিয়ে কানহাইয়া খুশি ছিলেন না বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
advertisement
অন্য দিকে সামনের বছর গুজরাটে বিধানসভা ভোট। তার আগে মেয়ে বাণীর কংগ্রেসে যাওয়া গুজরাট কংগ্রেসের জন্য অত্যন্ত ইতিবাচক বলছেন পর্যবেক্ষকরা। কংগ্রেসের অন্দরেও বইছে দখিনা বাতাস। এদিন কংগ্রেস নেতা হার্দিক পাটেল বলেন, "আমরা ওই দুই প্রতিস্পর্ধী তরুণকে দলে নিতে আগ্রহী। এতে কংগ্রেসের শক্তি বৃদ্ধি পাবে। মহাত্মা গান্ধী ,সর্দার বল্লভভাই প্যাটেল এবং জহরলাল নেহেরুর আদর্শ নতুন রূপ পাবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kanhaiya Kumar and Jignesh Mevani to join Congress| কানহাইয়া-জিগনেশের যোগদান কালই! বোমা ফাটাতে তৈরি কংগ্রেস, কতটা লাভ জোড়া ঘুঁটিতে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement