#পানাজি: গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন (Luizinho Faleiro in TMC)৷ গোয়ার দু' বারের মুখ্যমন্ত্রী এবং অভিজ্ঞ এই রাজনীতিবিদকে দলে পেয়ে গোয়ায় শুরুতেই তৃণমূল নিজেদের শক্তি অনেকটা বাড়িয়ে নিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের৷ এবার লুইজিনহো নিজেই জানালেন, তাঁকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাক (Prashant Kishor Magic in Goa)৷
এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে লুইজিনহো (Luizinho Faleiro) নিজেই জানিয়েছেন, 'আপনাদের হয়তো বিশ্বাস হবে না৷ কিন্তু আমি কখনওই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করিনি৷ ওঁরা দু' জনেই শুধু তৃণমূলের নয়, জাতীয় স্তরেও বড় নেতা৷ কিন্তু আমার সঙ্গে ওঁদের কখনও দেখা হয়নি৷ আমার আইপ্যাকের সঙ্গে এবং প্রশান্ত কিশোরের সঙ্গে কথা হয়েছিল৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশান্ত কিশোরের (Prashant Kishore) সঙ্গে আমার কথা হয়৷'
আরও পড়ুন: তৃণমূলকে দেখেই চোখ খুলল? পড়শি গোয়া দখলে ঝাঁপাচ্ছে শিবসেনাও
লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro) স্বীকার করেছেন, কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত তাঁর কাছে অত্যন্ত কঠিন ছিল৷ কিন্তু বিজেপি-কে পরাজিত করার জন্য তাঁর কাছে এ ছাড়া কোনও বিকল্প ছিল না বলেও জানিয়েছেন ফেলেইরো৷ তবে তৃণমূলে যোগ দিয়েও তিনি আইপ্যাকের সাহায্যের দিকেতাকিয়ে আছেন বলে জানান ফেলেইরো৷
একা ফেলেইরো নন, তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা দু' দিন আগে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন৷ তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়েছিলেন৷ কিন্তু গোটা বিষয়টির নেপথ্যে যে আসলে সেই পিকে- ম্যাজিক রয়েছে, তা ফাঁস করে দিলেন লুইজিনহো ফেলেইরো৷
গোয়ায় মোট চল্লিশটি বিধানসভা আসন রয়েছে৷ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ইতিমধ্যেই জানিয়েছেন, গোয়ার মতো ছোট রাজ্যগুলিতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কৌশল নিয়ে এগোচ্ছেন তাঁরা৷ আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন৷ তার আগে লুইজিনহো ফেলেইরোর মতো অভিজ্ঞ নেতার হাত ধরে সেখানে নিজেদের শক্তি যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Luizinho Faleiro, Prashant Kishor, TMC