Prashant Kishor Magic in Goa: গোয়ায় তৃণমূলের শক্তিবৃদ্ধির পিছনেও প্রশান্ত কিশোর, ফাঁস করলেন লুইজিনহো ফেলেইরো

Last Updated:

তাঁর তৃণমূলে যোগদানের নেপথ্যে যে আসলে সেই পিকে- ম্যাজিক রয়েছে, তা ফাঁস করে দিলেন লুইজিনহো ফেলেইরো৷(Prashant Kishor Magic in Goa)৷

লুইজিনহো ফেলেইরোর তৃণমূলে যোগদানের পিছনেও প্রশান্ত কিশোর৷
লুইজিনহো ফেলেইরোর তৃণমূলে যোগদানের পিছনেও প্রশান্ত কিশোর৷
#পানাজি: গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন (Luizinho Faleiro in TMC)৷ গোয়ার দু' বারের মুখ্যমন্ত্রী এবং অভিজ্ঞ এই রাজনীতিবিদকে দলে পেয়ে গোয়ায় শুরুতেই তৃণমূল নিজেদের শক্তি অনেকটা বাড়িয়ে নিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের৷ এবার লুইজিনহো নিজেই জানালেন, তাঁকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাক (Prashant Kishor Magic in Goa)৷
এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে লুইজিনহো (Luizinho Faleiro) নিজেই জানিয়েছেন, 'আপনাদের হয়তো বিশ্বাস হবে না৷ কিন্তু আমি কখনওই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করিনি৷ ওঁরা দু' জনেই শুধু তৃণমূলের নয়, জাতীয় স্তরেও বড় নেতা৷ কিন্তু আমার সঙ্গে ওঁদের কখনও দেখা হয়নি৷ আমার আইপ্যাকের সঙ্গে এবং প্রশান্ত কিশোরের সঙ্গে কথা হয়েছিল৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশান্ত কিশোরের (Prashant Kishore) সঙ্গে আমার কথা হয়৷'
advertisement
advertisement
লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro) স্বীকার করেছেন, কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত তাঁর কাছে অত্যন্ত কঠিন ছিল৷ কিন্তু বিজেপি-কে পরাজিত করার জন্য তাঁর কাছে এ ছাড়া কোনও বিকল্প ছিল না বলেও জানিয়েছেন ফেলেইরো৷ তবে তৃণমূলে যোগ দিয়েও তিনি আইপ্যাকের সাহায্যের দিকেতাকিয়ে আছেন বলে জানান ফেলেইরো৷
advertisement
একা ফেলেইরো নন, তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা দু' দিন আগে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছেন৷ তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় গোয়ায় গিয়েছিলেন৷ কিন্তু গোটা বিষয়টির নেপথ্যে যে আসলে সেই পিকে- ম্যাজিক রয়েছে, তা ফাঁস করে দিলেন লুইজিনহো ফেলেইরো৷
গোয়ায় মোট চল্লিশটি বিধানসভা আসন রয়েছে৷ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ইতিমধ্যেই জানিয়েছেন, গোয়ার মতো ছোট রাজ্যগুলিতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কৌশল নিয়ে এগোচ্ছেন তাঁরা৷ আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন৷ তার আগে লুইজিনহো ফেলেইরোর মতো অভিজ্ঞ নেতার হাত ধরে সেখানে নিজেদের শক্তি যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor Magic in Goa: গোয়ায় তৃণমূলের শক্তিবৃদ্ধির পিছনেও প্রশান্ত কিশোর, ফাঁস করলেন লুইজিনহো ফেলেইরো
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement