#পানাজি: বিজেপি বিরোধী জোট গড়তে যারা জাতীয় স্তরে এক হওয়ার কথা বলছে, সেই দলগুলিই গোয়ায় পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপাচ্ছে৷ আপ, তৃণমূলের পর এবার শিবসেনাও গোয়াকেই টার্গেট করল৷ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানিয়েছেন, গোয়া বিধানসভা নির্বাচনে অন্তত ২২টি আসনে প্রার্থী দেবেন তাঁরা৷
এ দিনই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা৷ গোয়া সংগঠন তৈরি করে আগামী বছর বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে মরিয়া তৃণমূল৷ সেই কারণেই গোয়ার দু' বারের মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে দলে টেনে গোয়ায় নিজেদের শক্তি একধাক্কায় অনেকটা বাড়িয়ে নেওয়ার পথে এগিয়ে গিয়েছে ঘাসফুল শিবির৷
আরও পড়ুন: গোয়ায় আমরা একাই লড়ব, এক চালে কয়েক গুণ শক্তি বাড়িয়ে হুংকার অভিষেকের
কিন্তু নিজেদের শক্তিবৃদ্ধির দিনেই তৃণমূলের জন্য গোয়ার লড়াইটা আরও কঠিন করে দিল শিবসেনা৷ মহারাষ্ট্রের দলটির তরফে তাঁদের নেতা সঞ্জয় রাউত এ দিন জানিয়েছেন, গোয়ার চল্লিশটি আসনের মধ্যে ২২টিতে লড়বে শিবসেনা৷ ক্ষমতা দখল করতে পারলে মহারাষ্ট্র মডেলেই গোয়াতেও সরকার পরিচালনা করবে তারা৷ সঞ্জয় রাউত আরও বলেন, তৃণমূল যদি কলকাতার দল হয়ে গোয়ায় লড়তে পারে, তাহলে শিবসেনা কেন পিছিয়ে থাকবে?
এ দিন গোয়া পৌঁছে শিবসেনা সাংসদ বলেন, 'তৃণমূল যদি কলকাতা থেকে গোয়ায় নির্বাচনে লড়তে পারে,তাহলে তো মহারাষ্ট্র পাশের রাজ্য৷ মহারাষ্ট্রে আমরা কতটা ভাল ভাবে সরকার পরিচালনা করেছি, তা সবাই দেখেছেন৷'শিবসেনা সাংসদ অবশ্য জানিয়েছেন, এখনও গোয়ার কোনও দলের তরফে জোট গঠনের প্রস্তাব তাঁরা পাননি৷ কিন্তু গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা বিজয় সরদেশাই এবং গোয়ায় আরএসএস-এর প্রাক্তন প্রধান সুভাষ ভেলিঙকরের সঙ্গেও দেখা করার কথা সঞ্জয় রাউতের৷
গোয়ায় ইতিমধ্যেই নিজেদের সংগঠন বৃদ্ধির কাজ জোরকদমে শুরু করে দিয়েছে আপ৷ গোয়ায় পায়ের তলার মাটি শক্ত করতে ঝাঁপিয়েছে তৃণমূলও৷ এবার গোয়ায় পৌঁছল শিবসেনাও৷ কংগ্রেস দুর্বল হওয়ার পর গোয়ায় বিরোধী পক্ষে যে শূন্যতা তৈরি হয়েছে, তাকেই কাজে লাগাতে চাইছে প্রতিটি দল৷ জাতীয় স্তরে যারা নিজেদের পরস্পরের বন্ধু বলেই দাবি করে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।