চলন্ত অটোরিকশয় কিশোরীকে 'গণধর্ষণ' চালক ও সঙ্গীর, নিগৃহীতাকে ছুড়ে ফেলে দেওয়া হল রাস্তার মোড়ে

Last Updated:

Lucknow Gangrape: অভিযোগ, নির্দিষ্ট রাস্তার বদলে শহরের নির্জন এলাকায় নিয়ে গিয়ে অটোচালক ও তার সঙ্গী তাকে গণধর্ষণ করে

অভিযোগ, নির্দিষ্ট রাস্তার বদলে শহরের নির্জন এলাকায় নিয়ে গিয়ে অটোচালক ও তার সঙ্গী তাকে গণধর্ষণ করে
অভিযোগ, নির্দিষ্ট রাস্তার বদলে শহরের নির্জন এলাকায় নিয়ে গিয়ে অটোচালক ও তার সঙ্গী তাকে গণধর্ষণ করে
লখনউ : অটোচালক ও তার সঙ্গীর হাতে গণধর্ষিতা আঠেরো বছর বয়সি এক কিশোরী৷ এই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে লখনউ শহরে৷ অভিযোগ, শনিবার রাতে গণধর্ষণের পর তাঁকে ফেলে দেওয়া হয় শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মোড়ে৷
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার সময় ওই কিশোরী অটোরিকশয় ওঠেন৷ অভিযোগ, নির্দিষ্ট রাস্তার বদলে শহরের নির্জন এলাকায় নিয়ে গিয়ে অটোচালক ও তার সঙ্গী তাকে গণধর্ষণ করে৷ এমনকি, প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ৷
পুলিশকে ওই কিশোরী জানিয়েছে তাকে বিধ্বস্ত অবস্থায় ফেলে যাওয়ার পর কাছেই দাঁড়িয়ে থাকা এক পুলিশভ্যানের কাছে গিয়ে তিনি সাহায্য চান৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে বাড়িতে পৌঁছে দেয় পুলিশ৷ পরের দিন অভিযোগ জানাতেও বলেন পুলিশকর্মীরা৷
advertisement
advertisement
আরও পড়ুন : নিজেকে বিয়ে, নিজের সঙ্গে মধুচন্দ্রিমার পর নিজের সঙ্গেই প্রথম করবা চৌথ পালন গুজরাতের ক্ষমার
কিশোরী অভিযোগ জানিয়েছেন যে অটোচালক মাঝপথে অন্য পথে চলে যান৷ বিপদ বুঝে চিৎকার করে পথচলতি মানুষের সাহায্য চান ওই কিশোরী৷ এমনকি, তার পরও অটোচালক তাঁর গাড়ি থামাননি৷
আরও পড়ুন :  'চারজনেই মরব, ৩০০ স্পিড দে', হাইওয়েতে ঝড়ের গতিতে বিএলডাবলু গাড়ি চলে গেল ট্রাকের তলায়
অভিযোগ, তার পর কিশোরীর মাথায় আঘাত করে ওই অটোচালক৷ ছিনিয়ে নেওয়া হয় তাঁর মোবাইল ফোন৷ এর পর তাঁকে তিন ঘণ্টা ধরে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ এর পর একটি পেট্রল পাম্পে গাড়িতে গ্যাস ভর্তি করার জন্য থামে ওই অটোচালক৷ ঠিক তার আগেই অটো থেকে নিগৃহীতাকে ধাক্কা মেরে শহরের ব্যস্ত রাস্তার মোড়ে ফেলে দেওয়া হয়৷ পুলিশের একাধিক দল এই ঘটনার তদন্ত শুরু করেছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চলন্ত অটোরিকশয় কিশোরীকে 'গণধর্ষণ' চালক ও সঙ্গীর, নিগৃহীতাকে ছুড়ে ফেলে দেওয়া হল রাস্তার মোড়ে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement