নিজেকে বিয়ে, নিজের সঙ্গে মধুচন্দ্রিমার পর নিজের সঙ্গেই প্রথম করবা চৌথ পালন গুজরাতের ক্ষমার

Last Updated:

Kshama Bindu Karwa Chauth: বেসরকারি অফিসে কর্মরতা ক্ষমা জানিয়েছেন তিনি তাঁর আগে ভারতে এমন কোনও মহিলাকে খুঁজে পাননি, যিনি নিজেই নিজেকে বিয়ে করেছেন

অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি তাঁর ব্রত পালনের ছবিও শেয়ার করেছেন
অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি তাঁর ব্রত পালনের ছবিও শেয়ার করেছেন
নিজেই নিজেকে বিয়ে করেছিলেন৷ মধুচন্দ্রিমাও সেরেছিলেন নিজের সঙ্গেই৷ এ বার একা একা নিজের সঙ্গে করবা চৌথ ব্রত পালন করলেন গুজরাতের ক্ষমা বিন্দু৷ এভাবেই তিনি পালন করলেন জীবনের প্রথম করবা চৌথ তিথি৷ অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে তিনি তাঁর ব্রত পালনের ছবিও শেয়ার করেছেন৷ লিখেছেন ‘‘আজ প্রথম করবা চৌথ পালন করলাম৷ আমি যখন নিজেকে আয়নায় দেখলাম, তখন নিজের প্রতি হারিয়ে যাওয়া গর্ববোধ করলাম৷ শুভ করবা চৌথ৷’’ ছবিতে দেখা যাচ্ছে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে চালুনির মধ্যে দিয়ে নিজেই নিজেকে দেখছেন৷
বেসরকারি অফিসে কর্মরতা ক্ষমা জানিয়েছেন তিনি তাঁর আগে ভারতে এমন কোনও মহিলাকে খুঁজে পাননি, যিনি নিজেই নিজেকে বিয়ে করেছেন৷ তাই তিনি মনে করেন তাঁর কীর্তি আদতে নিজেকে ভালবাসারও নিদর্শন৷ বলেছেন ‘‘হয়তো আমি আত্মপ্রেমের ক্ষেত্রেও একটা নিদর্শন তৈরি করতে পেরেছি৷ ‘সোলোগ্যামি’ সম্বন্ধে তিনি বলেছেন এটা আদতে নিজেকে গ্রহণ করার প্রক্রিয়া৷ তবে তাঁর বিয়েকে অন্য কিছু বলতে নারাজ ক্ষমা৷ তাঁর মতে, বাকিরা যেমন কাউকে ভালবেসে বিয়ে করেন, তিনিও করেছেন৷ তবে অন্য কাউকে নয়, ভালবেসেছেন নিজেকে৷ তবে তাঁর সিদ্ধান্ত যে অনেকের কাছেই বিরক্তিকর, সে কথাও স্বীকার করেছেন ক্ষমা৷
advertisement
advertisement
advertisement
প্রচলিত রীতির বিপরীতে গিয়ে চলতি বছর জুন মাসে নিজেই নিজেকে বিয়ে করেন ২৪ বছর বয়সি ক্ষমা৷ উজান স্রোতে পাড়ি দেওয়া এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ক্ষমার অতি ঘনিষ্ঠ বন্ধু ও পরিচিত জনরা৷ অগাস্টে নিজের সঙ্গে নিজে গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়েছিলেন ক্ষমা৷ সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন তাঁর উপভোগ ও উদযাপনের ছবি৷ গোয়ার সৈকতে সময় কাটানো তাঁর স্বপ্নের গন্তব্য বলে মন্তব্য করেছেন তিনি৷ ১০ অগাস্ট জন্মদিনও পালন করেছিলেন গোয়ায়৷ লিখেছিলেন ‘আমি অ্যারামবোল সৈকতে নিজের মতো প্রচুর সময় কাটাব৷ যেখানে কারওর আপত্তি ছাড়াই আমি বিকিনি পরতে পারব৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিজেকে বিয়ে, নিজের সঙ্গে মধুচন্দ্রিমার পর নিজের সঙ্গেই প্রথম করবা চৌথ পালন গুজরাতের ক্ষমার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement