ইস্তফা দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ
Last Updated:
দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগ ৷ বৃহস্পতিবার ইস্তফা দিলেন নাজিব জঙ্গ ৷ ২০১৩ সাল থেকে দায়িত্বে ছিলেন তিনি ৷
#নয়াদিল্লি: দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের পদত্যাগ ৷ বৃহস্পতিবার ইস্তফা দিলেন নাজিব জঙ্গ ৷ ২০১৩ সাল থেকে দায়িত্বে ছিলেন তিনি ৷ এই পদে থাকার সময়সীমা শেষ হতে বাকি ছিল আরও দেড় বছর ৷ কিন্তু তার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিন ৷ অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রশাসনিক কাজ নিয়ে তার সঙ্গে একাধিকবার মতবিরোধ দেখা দিয়েছে ৷
নিজের পদত্যাগ পত্রে দিল্লির মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জঙ্গ ৷ পাশাপাশি দিল্লিবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন তাদের সমর্থন ও ভালোবাসার জন্য ৷ জঙ্গ দায়িত্বে থাকাকালীন দিল্লিতে একবছর রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল ৷ সেই সময় দিল্লির নাগরিকের সহযোগিতার কথাও উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন ৷ মানুষের সহযোগিতা ছাড়া রাজ্যের প্রশাসন চালানো অত্যন্ত কঠিন একটি বিষয় হয়ে উঠতে পারত ৷ তিনি আরও জানিয়েছেন, পদত্যাগের পর পড়ানোর পেশায় ফিরে যেতে চান তিনি ৷
advertisement
বিজেপির মুখপাত্র আর পি সিং জানিয়েছেন, জঙ্গের পদত্যাগে প্রথমে একটু আশ্চর্য্য হয়েছিলেন ৷ কিন্তু এটা একেবারেই অপ্রত্যাশিত নয় কেজরিওয়ালের সঙ্গে তার মতভেদ ও মতবিরোধের কথা মাথায় রাখলে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2016 5:04 PM IST