সিনিয়র সিটিজেনদের জন্য লোয়ার বার্থ কোটা বৃদ্ধি ১ এপ্রিল থেকেই
Last Updated:
প্রতিশ্রুতিমতোই কাজ করল রেল মন্ত্রক। বাজেটের ঘোষণা অনুযায়ী, সিনিয়র সিটিজ়েনদের জন্য বাড়তে চলেছে লোয়ার বার্থের সংখ্যা। শুধু সিনিয়র সিটিজ়েনই নয়, ৪৫ ঊর্ধ্ব মহিলা ও গর্ভবতীদের জন্যও প্রত্যেক কোচে লোয়ার বার্থের ব্যবস্থা থাকবে।
#নয়াদিল্লি: প্রতিশ্রুতিমতোই কাজ করল রেল মন্ত্রক। বাজেটের ঘোষণা অনুযায়ী, সিনিয়র সিটিজ়েনদের জন্য বাড়তে চলেছে লোয়ার বার্থের সংখ্যা। শুধু সিনিয়র সিটিজ়েনই নয়, ৪৫ ঊর্ধ্ব মহিলা ও গর্ভবতীদের জন্যও প্রত্যেক কোচে লোয়ার বার্থের ব্যবস্থা থাকবে।
রেলের তরফে জানানো হয়েছে, সিনিয়র সিটিজ়েনদের জন্য লোয়ার বার্থের কোটা বৃদ্ধির ব্যবস্থা ১ এপ্রিল থেকেই চালু করা হবে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গর্ভবতী মহিলা অথবা ৪৫ ঊর্ধ্ব কোনও মহিলা ট্রেনে ভ্রমণ করলে AC 2, AC 3 টায়ার ও স্লিপার ক্লাসের প্রত্যেক কোচের দু’টি করে বার্থ তাদের জন্য সংরক্ষিত থাকবে।
আগের নিয়মানুযায়ী চারটি বার্থ থেকে বেড়ে স্লিপার ক্লাসে ৬টি লোয়ার বার্থ রাখা হয়েছে সিনিয়র সিটিজ়েন ও মহিলাদের (৪৫ ঊর্ধ্ব অথবা গর্ভবতী) জন্য। এদিকে, AC 2 ও AC 3 টায়ারের প্রত্যেক কোচে ৩টি করে লোয়ার বার্থ সংরক্ষিত থাকবে।
advertisement
advertisement
রাজধানী, দুরন্ত ও অন্য AC (পূর্ণ) এক্সপ্রেস ট্রেনগুলিতে চারটি করে লোয়ার বার্থ সংরক্ষিত রাখা হচ্ছে। সাধারণ মানের মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির জন্য অবশ্য সেই সংখ্যাটি তিন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2016 10:27 AM IST