পাক চরের পরামর্শেই লাদাখে অশান্তি ছড়ান ওয়াংচুক? লাদাখ পুলিশের বিস্ফোরক দাবি

Last Updated:

লাদাখে হিংসার পরে এখনও কার্ফু জারি রয়েছে গোটা এলাকায়, গত ২৪ সেপ্টেম্বরের অশান্তির ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে।

এবারে পাক যোগের তদন্তে পুলিশ
এবারে পাক যোগের তদন্তে পুলিশ
লেহ: লাদাখে হিংসার পরে এখনও কার্ফু জারি রয়েছে গোটা এলাকায়, গত ২৪ সেপ্টেম্বরের অশান্তির ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে। এবারে তাঁর ‘পাক যোগ’ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানালেন লাদাখ পুলিশের ডিজিপি এসডি সিং জামওয়াল। লাদাখে অশান্তির পিছনে সোনম ওয়াংচুকের ভুমিকাই প্রধান বলে জানান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে ইতিমধ্যেই এক জন গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে ডিজি জানান, ওই ব্যক্তি ওয়াংচুকের বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির ভিডিও পাকিস্তানে পাঠাতেন।
প্রসঙ্গত, পৃথক রাজ্যের দাবিতে বিক্ষোভের জেরে গত বুধবার থেকেই অশান্ত হয়েছিল লাদাখ। ওই অশান্তির মাঝেই চার জনের মৃত্যু হয়। জখম হন বহু। এই ঘটনার পরেই শুক্রবার ওয়াংচুককে গ্রেফতার করে লাদাখ পুলিশ। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়। গ্রেফতারির পরে লাদাখের বাইরের একটি জেলে নিয়ে আসা হয় তাঁকে। বর্তমানে রাজস্থানের জোধপুরের একটি জেলে রাখা হয়েছে এই পরিবেশকর্মীকে। শনিবার লাদাখের ডিজিপি জানিয়েছেন, ওয়াংচুকের জন্যই গত বুধবার ওই অশান্তি ছড়িয়েছিল।
advertisement
তাঁর গ্রেফতারি প্রসঙ্গে শনিবার লাদাখ পুলিশের ডিজিপি বলেন, “তদন্তে যা পাওয়া গিয়েছে, তা এখনই প্রকাশ্যে আনা যাবে না। তদন্ত প্রক্রিয়া এখনও চলছে। আপনারা চাইলে তাঁর প্রোফাইল এবং অতীত জানতে চান, তা সবটাই ইউটিউবে রয়েছে।” ওয়াংচুকের বিভিন্ন বক্তব্য পরিস্থিতি অশান্ত করতে মদত দিয়েছিল বলেও দাবি পুলিশের। লাদাখের ডিজি এ প্রসঙ্গে মন্তব্যের সময় নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার অস্থিরতার প্রসঙ্গও উল্লেখ করেন। পুলিশের বক্তব্য, এ সব বিষয়ে কথা বলার সময়ে ওয়াংচুকের বক্তৃতা উসকানির কাজ করেছিল। ইতিমধ্যেই তিনি পাকিস্তান গিয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও তাঁর বিদেশি অনুদান সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিজিপি।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
পাক চরের পরামর্শেই লাদাখে অশান্তি ছড়ান ওয়াংচুক? লাদাখ পুলিশের বিস্ফোরক দাবি
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement