#কলকাতা: ২০১৯-এর রণকৌশল নির্ধারণে বৃহস্পতিবার তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠক। নেতাজি ইন্ডোরের সভায় প্রধান বক্তা ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে উপস্থিত ছিলেন দলীয় সাংসদ-বিধায়ক থেকে দলের জেলা ও ব্লক সভাপতিরা। এদিন সভামঞ্চ থেকে নেতা নেত্রীদের ধমক দিলেন তৃণমূল সুপ্রিমো ৷
আরও পড়ুন: দেশজুড়ে পালিত হচ্ছে চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস
এদিন তিনি জানিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেস একটাই পার্টি ৷ তাই দুটি পার্টি অফিস পাশাপাশি থাকবে না ৷ মাথা ঠান্ডা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে নেতাদের ৷ তৃণমূল ও যুব তৃণমূলের মধ্যে বিরোধ থাকলে চলবে না ৷
আরও পড়ুন: ৪ বছরের নাতনিকে ধর্ষণ করে খুন, গ্রেফতার ৬০ বছরের দাদু
যারা নিজেদের দলের থেকে বড় মনে করছেন তাদের দল ছেড়ে চলে যাওয়ার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা ৷ তিনি আরও বলেন যে কবে ভোট এখনও ঠিক হয়নি ৷ তবে আগামী ৮ মাসের মধ্যে তো লোকসভা নির্বাচন হবেই ৷ তার জন্য তৈরি থাকতে হবে ৷ ২১ জুলাইয়ের পর কর্মসূচি শুরু করতে হবে বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷
আরও পড়ুন: সোদপুর স্টেশনে স্বামীকে মারধর করে গৃহবধূর শ্লীলতাহানি