দেশজুড়ে পালিত হচ্ছে চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস
Last Updated:
চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। দেহরাদুনে হিমালয়ের কোলে যোগাসনের আসরে প্রধানমন্ত্রী।
#নয়াদিল্লি: চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে। দেহরাদুনে হিমালয়ের কোলে যোগাসনের আসরে প্রধানমন্ত্রী। রাজস্থানে বাবা রামদেবের সঙ্গে যোগের আসরে মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। কলকাতার ময়দানে রাজ্য বিজেপির যোগশিবির।
এছাড়া কলকাতা বিমানবন্দরে পালিত হচ্ছে যোগ দিবস । যোগদিবস পালনে সিআইএসএফের জওয়ানরা। উপস্থিত রয়েছেন মহিলা জওয়ানরা ৷
advertisement
বিশ্বভারতীতেও যোগ দিবস পালন। উপাচার্যের উপস্থিতিতে যোগ দিবস পাল। অধ্যাপক, অধ্যাপিকা থেকে ছাত্রছাত্রী, এমনকী আশ্রমিকরাও যোগ দেন অনুষ্ঠানে।
advertisement
জেলায় জেলায় যোগ দিবস পালন। শিলিগুড়ি থেকে মালদা, বীরভূম। বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম, সাড়ম্বরে পালিত যোগ দিবস।
view commentsLocation :
First Published :
June 21, 2018 9:04 AM IST

