ইরানের ‘না হারার’ মনোভাবকে ভেঙে তিন পয়েন্ট পেল স্পেন

Last Updated:

গোল খাব না - এই ম্যাচের স্ট্র্যাটেজি নিয়েই স্পেনের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইরান ৷

স্পেন (১) দিয়েগো কোস্তা - ইরান (০) 
#কাজান : গোল খাব না - এই ম্যাচের স্ট্র্যাটেজি নিয়েই স্পেনের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইরান ৷ কারণ প্রথম ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া এশীয় দলটি স্পেনের কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে গ্রুপ টেবল জমিয়ে দিতে চেয়েছিল ৷
ইরানীয় রক্ষণের চাপে নাভিশ্বাস ওঠার অবস্থা হয়ে যায় স্প্যানিশ আর্মাডার ৷ স্বকীয় ছন্দে খেলতেই পারছিল না তারা ৷  ম্যাচের ৫৪ মিনিটে ডেডলক সিচুয়েশন ভাঙেন অভিজ্ঞ স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কোস্তা ৷ অনেকটা যেন যুদ্ধের ময়দানে চক্রব্যূহ ভেদ করে বেরিয়ে আসার মতো ৷ বিশ্বকাপ ঠিক শুরুর মুখে দায়িত্ব পাওয়া ফার্নান্দো রুইজ হেরেইরো সেরা একাদশই নামিয়েছিলেন ৷ কারণ পর্তুগালের বিরুদ্ধে গ্রুপ ওপেনারে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ৷
advertisement
advertisement
এদিকে টানটান চিত্রনাট্যের মধ্যে এটাই একমাত্র পাঞ্চ ছিল না ৷ কোস্তার গোল করার মিনিট আটেকের মধ্যেই ইরান গোল শোধ করে দেন ৷ গোল শোধ দেন সইদ ইজতোলাহি ৷ কিন্তু ম্যাচ রেফারি VAR -র সাহায্য নেন ৷ গোলের অফসাইড হওয়ায় থমকে যায় ইরানের সমস্ত সেলিব্রেশন ৷
advertisement
এরপরেও অবশ্য একের পর এক আক্রমণ শানিয়েছিল ইরান ৷ কিন্তু গোলমুখ খোলার জন্য সেটা যথেষ্ট ছিল না ৷ এদিকে এদিনের ম্যাচ জিতে পর্তুগালের সঙ্গে সমান চার পয়েন্টেই রইল স্পেনও ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ইরানের ‘না হারার’ মনোভাবকে ভেঙে তিন পয়েন্ট পেল স্পেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement