ইরানের ‘না হারার’ মনোভাবকে ভেঙে তিন পয়েন্ট পেল স্পেন

Last Updated:

গোল খাব না - এই ম্যাচের স্ট্র্যাটেজি নিয়েই স্পেনের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইরান ৷

স্পেন (১) দিয়েগো কোস্তা - ইরান (০) 
#কাজান : গোল খাব না - এই ম্যাচের স্ট্র্যাটেজি নিয়েই স্পেনের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইরান ৷ কারণ প্রথম ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া এশীয় দলটি স্পেনের কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে গ্রুপ টেবল জমিয়ে দিতে চেয়েছিল ৷
ইরানীয় রক্ষণের চাপে নাভিশ্বাস ওঠার অবস্থা হয়ে যায় স্প্যানিশ আর্মাডার ৷ স্বকীয় ছন্দে খেলতেই পারছিল না তারা ৷  ম্যাচের ৫৪ মিনিটে ডেডলক সিচুয়েশন ভাঙেন অভিজ্ঞ স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কোস্তা ৷ অনেকটা যেন যুদ্ধের ময়দানে চক্রব্যূহ ভেদ করে বেরিয়ে আসার মতো ৷ বিশ্বকাপ ঠিক শুরুর মুখে দায়িত্ব পাওয়া ফার্নান্দো রুইজ হেরেইরো সেরা একাদশই নামিয়েছিলেন ৷ কারণ পর্তুগালের বিরুদ্ধে গ্রুপ ওপেনারে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ৷
advertisement
advertisement
এদিকে টানটান চিত্রনাট্যের মধ্যে এটাই একমাত্র পাঞ্চ ছিল না ৷ কোস্তার গোল করার মিনিট আটেকের মধ্যেই ইরান গোল শোধ করে দেন ৷ গোল শোধ দেন সইদ ইজতোলাহি ৷ কিন্তু ম্যাচ রেফারি VAR -র সাহায্য নেন ৷ গোলের অফসাইড হওয়ায় থমকে যায় ইরানের সমস্ত সেলিব্রেশন ৷
advertisement
এরপরেও অবশ্য একের পর এক আক্রমণ শানিয়েছিল ইরান ৷ কিন্তু গোলমুখ খোলার জন্য সেটা যথেষ্ট ছিল না ৷ এদিকে এদিনের ম্যাচ জিতে পর্তুগালের সঙ্গে সমান চার পয়েন্টেই রইল স্পেনও ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ইরানের ‘না হারার’ মনোভাবকে ভেঙে তিন পয়েন্ট পেল স্পেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement