ইরানের ‘না হারার’ মনোভাবকে ভেঙে তিন পয়েন্ট পেল স্পেন
Last Updated:
গোল খাব না - এই ম্যাচের স্ট্র্যাটেজি নিয়েই স্পেনের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইরান ৷
স্পেন (১) দিয়েগো কোস্তা - ইরান (০)
#কাজান : গোল খাব না - এই ম্যাচের স্ট্র্যাটেজি নিয়েই স্পেনের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইরান ৷ কারণ প্রথম ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া এশীয় দলটি স্পেনের কাছ থেকে ১ পয়েন্ট ছিনিয়ে নিয়ে গ্রুপ টেবল জমিয়ে দিতে চেয়েছিল ৷
ইরানীয় রক্ষণের চাপে নাভিশ্বাস ওঠার অবস্থা হয়ে যায় স্প্যানিশ আর্মাডার ৷ স্বকীয় ছন্দে খেলতেই পারছিল না তারা ৷ ম্যাচের ৫৪ মিনিটে ডেডলক সিচুয়েশন ভাঙেন অভিজ্ঞ স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কোস্তা ৷ অনেকটা যেন যুদ্ধের ময়দানে চক্রব্যূহ ভেদ করে বেরিয়ে আসার মতো ৷ বিশ্বকাপ ঠিক শুরুর মুখে দায়িত্ব পাওয়া ফার্নান্দো রুইজ হেরেইরো সেরা একাদশই নামিয়েছিলেন ৷ কারণ পর্তুগালের বিরুদ্ধে গ্রুপ ওপেনারে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ৷
advertisement
advertisement
এদিকে টানটান চিত্রনাট্যের মধ্যে এটাই একমাত্র পাঞ্চ ছিল না ৷ কোস্তার গোল করার মিনিট আটেকের মধ্যেই ইরান গোল শোধ করে দেন ৷ গোল শোধ দেন সইদ ইজতোলাহি ৷ কিন্তু ম্যাচ রেফারি VAR -র সাহায্য নেন ৷ গোলের অফসাইড হওয়ায় থমকে যায় ইরানের সমস্ত সেলিব্রেশন ৷
advertisement
এরপরেও অবশ্য একের পর এক আক্রমণ শানিয়েছিল ইরান ৷ কিন্তু গোলমুখ খোলার জন্য সেটা যথেষ্ট ছিল না ৷ এদিকে এদিনের ম্যাচ জিতে পর্তুগালের সঙ্গে সমান চার পয়েন্টেই রইল স্পেনও ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2018 7:44 AM IST