Big Breaking Lok Sabha Election 2024 Date : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা শনিবার! ভোটের বড় আপডেট দিল নির্বাচন কমিশন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Lok Sabha Election 2024 Date : ভোটের বাদ্যি বেজে গেল। আগামিকাল শনিবারই ২০২৪ এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই সপ্তাহে নির্বাচনের সময়সূচী ঘোষণা করতে পারে এমন জল্পনা আগেই ছিল। এবার এই তথ্যে সিলমোহর দিল কমিশন।
নয়াদিল্লি: ভোটের বাদ্যি বেজে গেল। আগামিকাল শনিবারই ২০২৪ এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই সপ্তাহে নির্বাচনের সময়সূচী ঘোষণা করতে পারে এমন জল্পনা আগেই ছিল। এবার এই তথ্যে সিলমোহর দিল কমিশন।
কমিশনের তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হল, ভোটের সময়সূচী ঘোষণা করতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক আগামিকালই। ১৬ মার্চ শনিবার বিকেল তিনটেয় অনুষ্ঠিত হবে এই সাংবাদিক বৈঠক।
Press Conference by Election Commission to announce schedule for #GeneralElections2024 & some State Assemblies will be held at 3 pm tomorrow ie Saturday, 16th March. It will livestreamed on social media platforms of the ECI pic.twitter.com/1vlWZsLRzt
— Spokesperson ECI (@SpokespersonECI) March 15, 2024
advertisement
advertisement
কমিশন সূত্রে জানানো হয়েছে, বৈঠকটি ECI-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে। অতএব শনিবারই চূড়ান্ত হয়ে যাবে কোথায় কোন রাজ্যে কবে ও কত দফায় ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে।
advertisement
রাজ্যে রাজ্যে লোকসভা নির্বাচন কখন হবে, কত ধাপে এবং তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হবে দ্রুত। কমিশন সূত্রে খবর, নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে এবং সে কারণে এই সময়ের পরে সরকার নতুন কোনও নীতি বা সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না।
advertisement
আগামিকাল বিধানসভা উপনির্বাচন কমিশনের দিনক্ষণও বলে দিতে পারে কমিশন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দুটি উপনির্বাচন কেন্দ্র মুর্শিদাবাদের ভগবানগোলা ও উত্তর ২৪ পরগনার বরানগর কেন্দ্রের উপনির্বাচন কবে হবে তাও স্পষ্ট হয়ে যেতে পারেন শনিবারই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2024 12:52 PM IST