#নয়াদিল্লি: যা ভয় ছিল, তাই-ই ঘটল৷ গুরুগ্রামে পৌঁছেই পঙ্গপালের দল হানা দিল রাজধানী দিল্লিতে৷ শনিবার সকালে গুরুগ্রামের আকাশ ছেয়ে যায় পঙ্গপালে৷ কোটি কোটি পঙ্গপাল দখল নেয় গুরুগ্রাম৷ দুপুরেই কয়েক কোটি পঙ্গপাল হানা দিল দিল্লি৷ দক্ষিণ দিল্লির ছতরপুরে হামলা চালাল পঙ্গপালের দল৷
Breakfast with a view!! Locust attack in DLF Phase 2, gurgaon. #LocustsAttack pic.twitter.com/RhgwLgle6P
— Sagar Chawla (@sagarchawla8) June 27, 2020
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই গোটা দিল্লি ও সংলগ্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করলেন৷ প্রশাসনকে তত্পর হওয়ার নির্দেশ দিয়েছেন৷ পঙ্গপালের দল প্রথমেই হামলে পড়বে ফসলের উপর৷ তাই দিল্লির কৃষি দফতর প্রতিটি জেলাশাসককে বিশেষ অ্যাডভাইজারি ইস্যু করেছে৷ বন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, ডি জে, ঢোল, বাসন বাজিয়ে পঙ্গপালের দলকে ছত্রভঙ্গ করার জন্য৷
গুরুগ্রাম সংলগ্ন কৃষিজমিগুলিতে গিয়ে পরিস্থিতি দেখার জন্য কৃষি দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে৷ কৃষি মন্ত্রকের পঙ্গপাল সতর্কতা বিভাগের প্রধান কেএল গুর্জর জানিয়েছেন, এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ পঙ্গপালের দল গুরুগ্রামে ঢোকে৷ মুহূর্তের মধ্যে তারা ২ কিমি এলাকায় ছেয়ে যায়৷
মে মাসে পঙ্গপালের দল প্রথম হামলা চালায় রাজস্থানে৷ তারপর পঞ্জাব, মহারাষ্ট্র ও গুজরাতে৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ৪ প্রজাতির পঙ্গপাল রয়েছে ভারতে৷ মরুভূমির পঙ্গপাল, পরিযায়ী পঙ্গপাল, বম্বে পঙ্গপাল ও গাছ পঙ্গপাল৷ এর মধ্যে সবচেয়ে ধ্বংসাত্মক হল মরুভূমির পঙ্গপাল৷
#HappeningNow Outside our balcony in Gurgaon phase 2. #locustattack pic.twitter.com/ipPp358mat
— Kamala Sripada (@kamalasripada) June 27, 2020
পঙ্গপাল বা ‘ডেসার্ট লোকাস্ট’ দেখা যায় সৌদি আরবের রাব আল খালি মরুভূমিতে ৷ কিন্তু এই পতঙ্গ পরিযায়ী ৷ ঝাঁকে ঝাঁকে উড়ে এসে যে কোনও দেশেই আক্রমণ চালাতে পারে ৷ আফ্রিকা, মধ্য প্রাচ্য (আরব দেশগুলি) এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পঙ্গপাল অত্যন্ত পরিচিত একটি পতঙ্গ ৷ পুরুষ এবং স্ত্রী পঙ্গপালের আকার কিছুটা আলাদা ৷ পুরুষ পঙ্গপালের দৈর্ঘ ৬০-৭৫ মিমি ৷ সেখানে স্ত্রী পঙ্গপালের ৭০-৯০ মিমি ৷ ওজন হয় ২ গ্রাম ৷ সাধারণত এটি ফসল এবং গাছই খেয়ে থাকে ৷ মুহূর্তের মধ্যে ফাঁকা করে দিতে পারে ক্ষেত ৷ ১৬ থেকে ১৯ কিমি প্রতি ঘণ্টায় ওড়ে পঙ্গপাল ৷ তাই এই পতঙ্গের গতিও যথেষ্ট ৷ একদিনের মধ্যে ২০০ কিমি পাড়ি দিতে পারে আনায়াসে ৷ আয়ু সাধারণত ৩-৫ মাস ৷ পাখি এবং কিছু সরীসৃপ প্রাণীই এদের প্রধান শত্রু ৷ একটি ঝাঁকের একাংশ এক দিনে যা খায়, তা ১০টি হাতির খাবারের সমান! পঙ্গপাল ইংরেজি প্রতিশব্দ ‘লোকস্ট’ এসেছে লাতিন শব্দ ‘লোকস্টা’ থেকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi, Locust Attack, Locust Swarms