Local Train: অফিস টাইমে লাইন থেকে বেরিয়ে গেল লোকাল ট্রেন, মুহূর্তে আতঙ্ক গ্রাস যাত্রীদের! ভয়ঙ্কর অবস্থা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Local Train: দুর্ঘটনার পরে সেন্ট্রাল রেলওয়ে থেকে ট্যুইট করা হয়, ''মামব্রা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তিতওয়ালা স্টেশনে লোকাল ট্রেনের একটি কামরা প্ল্যাটফর্মের একটি অংশে লেগে যায়।
মুম্বই: সন্ধের ব্যস্ত অফিস ফেরত টাইমে মুম্বইয়ে লাইনচ্যুত হল লোকাল ট্রেন। চালক সতর্ক থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে৷ তবে, কেউ আহত বা প্রাণহানীর ঘটনা ঘটেনি। এর আগেও বারবার মুম্বইয়ে লাইনচ্যুত হয়েছে লোকাল ট্রেন। এদিন ফের একই ধরনের ঘটনা ঘটে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের থানেতে। লোকাল ট্রেনের প্রথম কামরাটি লাইনচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনার পরে সেন্ট্রাল রেলওয়ে থেকে ট্যুইট করা হয়, ”মামব্রা স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তিতওয়ালা স্টেশনে লোকাল ট্রেনের একটি কামরা প্ল্যাটফর্মের একটি অংশে লেগে যায়। যদিও তেমন কোনও দুর্ঘটনা ঘটেনি। রাত ৯.২০ থেকে ৯.৪৫ পর্যন্ত ওই প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকার পর ফের তা শুরু হয়।”
Trains stuck for more than an hour at Mumbra. No movement towards kalyan. Everyone jumping off trains and on feet. @mumbaimatterz @Central_Railway pic.twitter.com/vIoq56ZXEY
— Engineer Mantas (@mantaseltauro) July 5, 2023
advertisement
advertisement
অনেকেই এই হয়রানির জন্য ট্যুইটও করেন। একজন ট্যুইট করে লেখেন, ”মামব্রাতে এক ঘণ্টার উপর ট্রেনে আটকে আছি। কল্যাণের দিকে ট্রেন এগোচ্ছেই না। সকলেই ট্রেন থেকে লাইনে নেমে হাঁটতে শুরু করেছেন।”
advertisement
এই প্রথম অবশ্য নয়, এর আগেও বারবার মুম্বইয়ে লাইনচ্যুত হয়েছে লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে ফের অফিস টাইমে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় আতঙ্কে পড়ে যান যাত্রীরা। তবে, কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 06, 2023 9:11 AM IST