Liquor Smuggling: পেট্রল ট্যাঙ্কারকে পুলিশের তাড়া, মাঝ রাতে উদ্ধার এক কোটি টাকার মদ!

Last Updated:

Liquor Smuggling: ড্রাইভার এবং আরও দুই যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পেট্রোল ট্যাঙ্কারের মধ্যে পাওয়া গেছে প্রায় ১ কোটি টাকার অবৈধ মদ। পুলিশ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পায় যে, এখানে বড় আকারে মদ পাচারের কাজ চলছে।

পেট্রল ট্যাঙ্কারকে পুলিশের তাড়া, মাঝ রাতে উদ্ধার এক কোটি টাকার মদ!
পেট্রল ট্যাঙ্কারকে পুলিশের তাড়া, মাঝ রাতে উদ্ধার এক কোটি টাকার মদ!
মুজফ্ফরপুর: বিহারের মুজফফরপুরে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। এখানে হিন্দুস্তান পেট্রোলিয়াম কোম্পানির এক পেট্রল ট্যাঙ্কারের পেছনে পুলিশ লেগে ছিল। পুলিশ সদস্যদের একটি দল ট্যাঙ্কারটি ঘেরাও করে, অবশেষে সেটি থামিয়ে ড্রাইভার ও হেলপারকে ট্যাঙ্কারের ঢাকনা খুলে তল্লাশি করতে বলে। ঢাকনা খুলতেই পুলিশের চোখে পড়ে অবিশ্বাস্য দৃশ্য—ভিতরে ছিল একাধিক কার্টুন ভর্তি। এরপর তিনজনকে আটক করা হয়। আসুন, বিস্তারিত জানি পুরো ঘটনা…
মুজফফরপুরের আহিয়াপুর থানা এলাকায় পুলিশ একটি পেট্রল গ্যাস ট্যাঙ্কার আটক করেছে। ড্রাইভার এবং আরও দুই যুবকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পেট্রোল ট্যাঙ্কারের মধ্যে পাওয়া গেছে প্রায় ১ কোটি টাকার অবৈধ মদ। পুলিশ মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পায় যে, এখানে বড় আকারে মদ পাচারের কাজ চলছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সতর্ক হয়ে একটি বিশেষ দল গঠন করে।
advertisement
advertisement
এই ঘটনায় এসডিপিও নগর বিনীতা সিনহা জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে। তিনি জানিয়েছেন, রাতে খবর পেয়ে জানানো হয়েছিল যে, একটি ট্যাঙ্কারের মাধ্যমে মদ পাচার হচ্ছে। এরপর আহিয়াপুর থানার বিশেষ দল গঠন করে, বখরি চক এলাকায় ট্যাঙ্কারটি ঘেরাও করা হয় এবং সেখানে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণ বিদেশী মদ।
advertisement
এসডিপিও বিনীতা সিনহা জানান, বর্তমানে মদের হিসাব চলছে। প্রায় ১ কোটি টাকার বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাঁরা পাঞ্জাব এবং হরিয়ানার বাসিন্দা। তাঁরা সকলেই ট্যাঙ্কারের ড্রাইভার এবং খলাসি। এখন তদন্ত চলছে, মদটি কোথায় সরবরাহ করা হচ্ছিল এবং এই পাচারে কে কে জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Liquor Smuggling: পেট্রল ট্যাঙ্কারকে পুলিশের তাড়া, মাঝ রাতে উদ্ধার এক কোটি টাকার মদ!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement