Gabriella Demetriades: এই সপ্তাহে গ্যাবরিলাই হতে পারে আপনার 'ফিটনেস গুরু', জেনে নিন তাঁর শরীরচর্চার 'টিপস্'...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Gabriella Demetriades: সর্বশেষ ইনস্টাগ্রাম (Instagram) পোস্টে গাছপালা দিয়ে ঘেরা একটি জায়গায় শরীরচর্চা করতে দেখা গিয়েছে তাঁকে। একটি ধূসর রংয়ের জিম পোশাকে ধরা দিয়েছেন তিনি৷
এমনিতেই সোশ্যাল মিডিয়ার(Social Media) এক সক্রিয় মুখ গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস (Gabriella Demetriades)৷ কখনও নিজের অভিনব পোশাক, রূপচর্চা, কখনও আবার শরীরচর্চার ভিডিয়ো দিয়ে অনুরাগীদের মন জয় করে নেন এই মডেল (Gabriella Demetriades)৷ তাঁর শরীরচর্চা নজর কাড়ে বারবার৷ ত্বকের লাবণ্য রীতিমতো ঈর্ষনীয়৷
মঙ্গলবার তেমনই একটি ভিডিও দিয়েছেন তিনি৷ ৩৪-বছর বয়সী এই মডেল যেন শরীরচর্চার (Fitness) নতুন সংজ্ঞা দেন বারবার। তাঁর চমৎকার চেহারা প্রমাণ করে যে বয়স কেবল একটি সংখ্যা। উপরন্তু, গ্যাব্রিয়েলা (Gabriella Demetriades) যে এক ছেলের মা, তা বিশ্বাস করা খুব কঠিন।
advertisement
advertisement
তাঁর সর্বশেষ ইনস্টাগ্রাম (Instagram) পোস্টে গাছপালা দিয়ে ঘেরা একটি জায়গায় শরীরচর্চা করতে দেখা গিয়েছে তাঁকে। একটি ধূসর রংয়ের জিম পোশাকে ধরা দিয়েছেন তিনি৷ নিজে যেমন প্রতিনিয়ত শরীরচর্চা করেন, তেমনই প্রতি মুহূর্তে অনুরাগীদেরকেও উৎসাহিত করেন শরীরচর্চার জন্য৷
advertisement
স্কোয়াট পুশ, ওয়েটেড রো , সিঙ্গেল লেগ লিফ্ট , পুশ আপ, কেটল বেল- (Squat push / weighted rows / single leg lift/ push up / kettle bell swings) সমস্ত রকম শরীরচর্চাতেই পারদর্শী। সম্প্রতি, একজন ব্যক্তি মন্তব্য করেছেন যে তার ঠোঁট দেখে মনে হচ্ছে বোতলা কামড়েছে। মডেলও হেসে উত্তর দিয়েছিলেন, “আমি সত্যিই বোলতার কামড় খাইনি। এগুলো আমার স্বাভাবিক ঠোঁট।" তাঁর কিছু যায় আসে না৷
advertisement
তিনি নিজেই জানিয়েছেন কতরকম কঠিন মন্তব্য শুনতে হয় তাঁকে৷ "আমাকে সব সময় বলা হয় যে আমি যথেষ্ট লম্বা নই, আমার নিতম্বগুলি খুব বড়, আমার উরুগুলি খুব মোটা৷" বলেছিলেন গ্যাবরিলা। তবে গ্যাবরিলার ভাব, "যা খুশি ওরা বলে বলুক৷ ওদের কথায় কী আসে যায়!"
বর্তমানে অর্জুন রামপালের (Arjun Rampal) সঙ্গে লিভ-ইন (Live-In Relationship) সম্পর্কে রয়েছেন এই মডেল৷ তাঁদের এক ছেলেও রয়েছে৷ অর্জুন রামপালের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানেও দেখা গিয়েছিল তাঁকে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2022 9:05 AM IST