Law Student Found Dead: লোহগড় দুর্গে ২১ বছর বয়সী আইন শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহ পুলিশের
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Law Student Found Dead: পুনের লোহগড় দুর্গের পাদদেশ থেকে এক ২১ বছর বয়সী তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, এটি আত্মহত্যার ঘটনা...
পুনে: পুনের লোহগড় দুর্গের পাদদেশ থেকে এক ২১ বছর বয়সী তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সন্দেহ, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।
মৃতের নাম মানসি প্রশান্ত গোবিন্দপুরকর, যিনি পুনে শহরের একটি কলেজের তৃতীয় বর্ষের আইন শিক্ষার্থী ছিলেন। তিনি পিম্পরি চিंचওয়াড়ের সাঙ্গভি এলাকায় বসবাস করতেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে মানসি পড়াশোনার কারণে মানসিক চাপে ছিলেন এবং সম্ভবত সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছেন লোনাভলা গ্রামীণ থানার পুলিশ পরিদর্শক কিশোর ধুমাল।
advertisement
advertisement
মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে মানসি কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত হয়ে গেলেও তিনি ফেরেননি। পরিবারের সদস্যরা বুধবার সাঙ্গভি থানায় নিখোঁজ ডায়েরি করেন।
advertisement
পুলিশ তদন্তের জন্য মানসির মোবাইল ফোনের কল রেকর্ড পরীক্ষা করে এবং তার শেষ অবস্থান লোহগড় দুর্গে শনাক্ত হয়। তদন্তে উঠে আসে, তিনি একটি প্রাইভেট ক্যাব বুক করে লোহগড় দুর্গে যান। পুলিশ আরও জানায়, মানসি বেশ কিছুদিন ধরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন এবং অবসাদে ছিলেন।
আরও পড়ুন: স্বামী ও প্রেমিকের সঙ্গে বেডরুমে মদ খাচ্ছিলেন মহিলা, একটু পর ঘরের ভিতর থেকে এল চিৎকার! তারপর যা হল…
advertisement
পুনে গ্রামীণ পুলিশের দল এবং শিবদুর্গ রেসকিউ টিম যৌথভাবে অনুসন্ধান চালিয়ে লোহগড় দুর্গের পাদদেশের ঘন জঙ্গলের মধ্যে মানসির দেহ খুঁজে পায়। পরে তার দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় এবং সেখান থেকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে লোনাভলা গ্রামীণ থানায় একটি আকস্মিক মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। পুলিশ ঘটনার পিছনের প্রকৃত কারণ জানার জন্য আরও তদন্ত চালাচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2025 9:28 PM IST