Bike Accident: মর্মান্তিক ঘটনা! ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা র‍্যাপিডো বাইকের! উপর থেকে পড়ে মৃত্যু তরুণীর, গুরুতর আহত বাইক চালক

Last Updated:

Bike Accident: আহমেদাবাদের গোটা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনায় অসমের ২১ বছর বয়সী এক যুবতীর মৃত্যু হয়েছে। র‍্যাপিডো বাইক দ্রুতগতিতে চালানোর সময় রিটেনিং ওয়ালে ধাক্কা মারে, এরপর চালক ও যাত্রী ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়...

মর্মান্তিক ঘটনা! ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা র‍্যাপিডো বাইকের! উপর থেকে পড়ে মৃত্যু তরুণীর, গুরুতর আহত বাইক চালক AI Image
মর্মান্তিক ঘটনা! ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা র‍্যাপিডো বাইকের! উপর থেকে পড়ে মৃত্যু তরুণীর, গুরুতর আহত বাইক চালক AI Image
আহমেদাবাদ: আহমেদাবাদে গোটা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন অসমের ২১ বছরের এক তরুণী। বাইক ফ্লাইওভারের রিটেনিং ওয়ালে ধাক্কা মারে। এরপর বাইকচালক ও পেছনে বসা তরুণী দু’জনেই ফ্লাইওভার থেকে পড়ে যান। দুর্ঘটনায় বাইকচালকও গুরুতর আহত হয়েছেন।
মৃত তরুণীর নাম নিশা পবন বহেতি, যিনি অসমের গোলাঘাট জেলার বাসিন্দা। তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার ছিলেন। দুর্ঘটনায় মাথা, ডান চোখ, বাঁ পা এবং পেটে গুরুতর আঘাত পান তিনি। অন্যদিকে, বাইকচালক সাইলেশ গণেশ পারমার (২৮)— যিনি বাইক ট্যাক্সি পরিষেবা র‍্যাপিডো-র সাথে যুক্ত ছিলেন— তিনি দুই হাত, পেট এবং দুই পায়ে চোট পান ও একাধিক ফ্র্যাকচার হয়েছে।
advertisement
advertisement
কীভাবে ঘটল দুর্ঘটনা? পুলিশের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ নিশা বহেতি আহমেদাবাদের এসজি হাইওয়েতে বাইকচালক পারমারের সঙ্গে র‍্যাপিডো-তে যাত্রা করছিলেন। গোটা ফ্লাইওভারের ওপর বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল।
আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ফ্লাইওভারের বাঁ-দিকের রিটেনিং ওয়ালে ধাক্কা মারে। অতিরিক্ত গতির কারণে বাইকটি ওয়ালের ওপর উঠে যায়, যার ফলে চালক ও যাত্রী দুজনেই ফ্লাইওভার থেকে নীচে পড়ে যান।
advertisement
স্থানীয় পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর দুজনকেই আহমেদাবাদের সোলা সিভিল হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। বিকেল ২টা ৫০ মিনিটে হাসপাতালের চিকিৎসকেরা নিশাকে মৃত বলে ঘোষণা করেন।
বাইকচালকের বিরুদ্ধে মামলা দায়ের – এই ঘটনায় নিশার আত্মীয় নিশান্ত বলকিশন চন্দক অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে গুরুতর অবহেলার অভিযোগে বাইকচালক পারমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এখনও পারমারের বক্তব্য রেকর্ড করতে পারেনি, তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।
advertisement
এই দুর্ঘটনা আবারও শহরের সড়ক নিরাপত্তা ও বাইক ট্যাক্সি পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bike Accident: মর্মান্তিক ঘটনা! ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা র‍্যাপিডো বাইকের! উপর থেকে পড়ে মৃত্যু তরুণীর, গুরুতর আহত বাইক চালক
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement