#কুপওয়ারা: স্বাধীনতার পর এই প্রথমবার৷ আগামী ১৫ অগাস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার দেখতে পাবে উত্তর কাশ্মীরে ভারত- পাক সীমান্তের শেষ গ্রাম কেরানের বাসিন্দারা৷
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্বাধীনতার পর ৭২ বছর পর্যন্ত কেরান গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিল না৷ শুধুমাত্র সন্ধে ৬টা থেকে ৯টা পর্যন্ত কিষান গঙ্গা নদীর পাড়ে এই গ্রামে জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা হত৷ কিছুদিন আগেই আগে গ্রামে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হয়েছে৷ ফলে, গ্রামবাসীরা এই প্রথমবার আগামী ১৫ অগাস্ট টেলিভিশনে সরাসরি লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ দেখতে পারবেন৷
কেরান গ্রামে প্রায় ১২ হাজার পরিবারের বাস৷ দুর্গম এলাকার এই গ্রামটি এতদিন বছরের ৬ মাস জম্মু এবং কাশ্মীরের কুপওয়ারার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে৷ কারণ শীতকালে বরফ জমে থাকায় এই গ্রামে পৌঁছনো বা সেখান থেকে কোথাও যাতায়াত করাই একরকম অসম্ভব হয়ে দাঁড়ায়৷ ফলে শুধু বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করাই নয়, ওই গ্রামের সঙ্গে সংযোগকারী রাস্তাও নতুন করে তৈরি করছে বিআরও৷ শীত পড়ার আগেই সেই কাজ শেষ হবে৷ ফলে, এবার বরফ পড়লেও তা পরিষ্কার করে সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থা করা সম্ভব হবে বলেই দাবি প্রশাসনের৷
কুপওয়ারার ডিস্ট্রিক্ট কালেক্টর অনশূল গর্গ জানিয়েছেন, গত একবছর ধরে যুদ্ধকালীন ভিত্তিতে কেরান গ্রামে বৈদ্যুতিকরণের কাজ শেষ করা হয়েছে৷
গোটা কুপওয়ারা জেলায় পাকিস্তানের সঙ্গে ১৭০ কিলোমিটার নিয়ন্ত্রণরেখা রয়েছে৷ এই পথে প্রচুর অনুপ্রবেশের ঘটনাও ঘটে৷ যদিও সব নির্বাচনেই কুপওয়ারার পাঁচটি বিধানসভা এবং ৩৫৬টি পঞ্চায়েত এলাকায় ভোটদানের হার যথেষ্ট বেশি থাকে৷
জম্মু- কাশ্মীর প্রশাসনের দাবি, গত বছর কেন্দ্রশাসিত এলাকা হিসেবে ঘোষণা হওয়ার পর থেকেই অনুন্নত এবং দুর্গম এলাকাগুলিতে পরিকাঠামো উন্নয়নের বিপুল কর্মকাণ্ড শুরু হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই ৫৯৭৯ কোটি টাকা মূল্যের ২২৭৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে৷ তার মধ্যে ৫০৬টি প্রকল্প ইতিমধ্যেই শেষ হয়েছে৷ আরও ৯৬৩টি প্রকল্পের কাজ ২০২১ সালের মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Independence day, Jammu And Kashmir, LOC