#SurgicalStrike2: ভয়ঙ্কর জইশ-ই-মহম্মদের বিগত এক দশকেরও বেশি সময়ের নৃশংস কার্যকলাপ

Last Updated:
#শ্রীনগর: পুলওয়ামায় হামলার বদলা ভারতের ৷ মঙ্গলবার ভোররাত ৩.৩০টে নাগাদ এয়ারস্ট্রাইক করে ভারত ৷ বেশ কয়েকটি ভারতের যুদ্ধবিমান হানা দেয় পাকিস্তানের বালাকোটে ৷ মুজফ্ফরবাদ সেক্টর দিয়ে হানা চালায় ভারত ৷ ১০০০ কেজির বোমা ফেলা হয় পাকিস্তানের জইশ জঙ্গি ঘাঁটিতে ৷ বিমানহানায় ভেঙে গুড়িয়ে যায় একাধিক জঙ্গি ঘাঁটি ৷
ঠিক ১২ দিন আগে পুলওয়ামাতে ভয়ঙ্কর জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪২ জন জওয়ান ৷ স্বাধীনতা পরবর্তী কাশ্মীরের বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা ছিল পুলওয়ামা হামলা ৷ যা উরির থেকেও ছিল ভয়ানক ৷ ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় একটি সিআরপিএফ-এর কনভয়ে ঢুকে পড়ে ৩৫০ কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ৷ জওয়ানদের একটি গাড়িকে লক্ষ্য করে এগিয়ে এসে সজোরে সেটির সঙ্গে ধাক্কা মারে বিস্ফোরক বোঝাই গাড়িটি ৷ সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ পুলওয়ামা হামলার কিছুদিনের মধ্যেই জইশ জঙ্গি সংগঠন সেই ঘটনার দায় স্বীকার করে ৷ এই হামলার মূল চক্রী ছিল ছিল আদিল ৷ আদিল আহমেদ দার ওরফে ওয়াকাস ছিল জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য ৷ জইশ-ই-মহম্মদের কট্টর জঙ্গি। তবে তালিবান জঙ্গিদের সঙ্গেও যোগাযোগ রেখে চলত আদিল আহমেদ দার ওরফে ওয়াকাস।
advertisement
জইশ-ই-মহম্মদ ৷ এই জঙ্গি সংগঠনটা আদতে কি ? কাশ্মীরের একটি জইশ-ই-মহম্মগ হল কাশ্মীর ভিত্তিক জিহাদি সংগঠন ৷ সংগঠনটির প্রাথমিক লক্ষ্যই ছিল, কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা ৷ ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কাঠমান্ডুতে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান পাকিস্তানভিত্তিক জঙ্গিরা ১৮০ জন যাত্রীসহ আইসি ৮১৪ ফ্লাইটটিকে অমৃতসর,লাহোর ও দুবাই হয়ে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায়। এই ঘটনার পর জেলে বন্দি করা হয় জইশের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে ৷ কিছুদিন পরে মওলানা মাসুদ আজহার ২০১০ সালের মার্চ মাসে জইশ-ই-মহম্মদ জঙ্গি গড়ে তোলে ৷ তবে, জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তইবার মত শক্তিশালী জঙ্গি সংগঠনগুলিকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ৷
advertisement
advertisement
২০০২ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ সরকার জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে ৷ কিন্তু পাকিস্তানের মাটিতে বহাল তবিয়তেই ঘুরে বেরাতে দেখা যেত মাসুদ আজহারকে ৷
ভারতের সংসদ ভবনে লস্কর-ই-তইবার সঙ্গে একযোগে হামলা চালায় জইশ-ই-মহম্মদ ৷ ২০০০ সালে কাশ্মীরে প্রথম আত্মঘাতী হামলা চালায় জঙ্গি সংগঠন ৷ যে ঘটনায় শহিদ হয়েছিলেন পাঁচ জওয়ান ৷ পাঠানকোট এয়ারবাস হামলার পিছনেও দায়ী ছিল এই জঙ্গি সংগঠনটি ৷ এরপর উরি হামলা ৷ ২০১৬ সালে ৷
advertisement
প্রসঙ্গত, কিছুদিন আগেই পাক প্রশাসন দাবি করেছিল পঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে জইশ ই মহম্মদের সদর দফতর দখল নিয়েছিল পাকিস্তান ৷
দেখুন অন্য ভিডিও---
বাংলা খবর/ খবর/দেশ/
#SurgicalStrike2: ভয়ঙ্কর জইশ-ই-মহম্মদের বিগত এক দশকেরও বেশি সময়ের নৃশংস কার্যকলাপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement