#শ্রীনগর: পুলওয়ামায় হামলার বদলা ভারতের ৷ মঙ্গলবার ভোররাত ৩.৩০টে নাগাদ এয়ারস্ট্রাইক করে ভারত ৷ বেশ কয়েকটি ভারতের যুদ্ধবিমান হানা দেয় পাকিস্তানের বালাকোটে ৷ মুজফ্ফরবাদ সেক্টর দিয়ে হানা চালায় ভারত ৷ ১০০০ কেজির বোমা ফেলা হয় পাকিস্তানের জইশ জঙ্গি ঘাঁটিতে ৷ বিমানহানায় ভেঙে গুড়িয়ে যায় একাধিক জঙ্গি ঘাঁটি ৷
ঠিক ১২ দিন আগে পুলওয়ামাতে ভয়ঙ্কর জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪২ জন জওয়ান ৷ স্বাধীনতা পরবর্তী কাশ্মীরের বুকে সবচেয়ে বড় জঙ্গি হামলা ছিল পুলওয়ামা হামলা ৷ যা উরির থেকেও ছিল ভয়ানক ৷ ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় একটি সিআরপিএফ-এর কনভয়ে ঢুকে পড়ে ৩৫০ কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ৷ জওয়ানদের একটি গাড়িকে লক্ষ্য করে এগিয়ে এসে সজোরে সেটির সঙ্গে ধাক্কা মারে বিস্ফোরক বোঝাই গাড়িটি ৷ সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ পুলওয়ামা হামলার কিছুদিনের মধ্যেই জইশ জঙ্গি সংগঠন সেই ঘটনার দায় স্বীকার করে ৷ এই হামলার মূল চক্রী ছিল ছিল আদিল ৷ আদিল আহমেদ দার ওরফে ওয়াকাস ছিল জইশ ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সদস্য ৷ জইশ-ই-মহম্মদের কট্টর জঙ্গি। তবে তালিবান জঙ্গিদের সঙ্গেও যোগাযোগ রেখে চলত আদিল আহমেদ দার ওরফে ওয়াকাস।
জইশ-ই-মহম্মদ ৷ এই জঙ্গি সংগঠনটা আদতে কি ? কাশ্মীরের একটি জইশ-ই-মহম্মগ হল কাশ্মীর ভিত্তিক জিহাদি সংগঠন ৷ সংগঠনটির প্রাথমিক লক্ষ্যই ছিল, কাশ্মীরকে ভারত থেকে আলাদা করা ৷ ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কাঠমান্ডুতে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান পাকিস্তানভিত্তিক জঙ্গিরা ১৮০ জন যাত্রীসহ আইসি ৮১৪ ফ্লাইটটিকে অমৃতসর,লাহোর ও দুবাই হয়ে আফগানিস্তানের কান্দাহারে নিয়ে যায়। এই ঘটনার পর জেলে বন্দি করা হয় জইশের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারকে ৷ কিছুদিন পরে মওলানা মাসুদ আজহার ২০১০ সালের মার্চ মাসে জইশ-ই-মহম্মদ জঙ্গি গড়ে তোলে ৷ তবে, জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তইবার মত শক্তিশালী জঙ্গি সংগঠনগুলিকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ৷
২০০২ সালের জানুয়ারি মাসে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ সরকার জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে ৷ কিন্তু পাকিস্তানের মাটিতে বহাল তবিয়তেই ঘুরে বেরাতে দেখা যেত মাসুদ আজহারকে ৷
ভারতের সংসদ ভবনে লস্কর-ই-তইবার সঙ্গে একযোগে হামলা চালায় জইশ-ই-মহম্মদ ৷ ২০০০ সালে কাশ্মীরে প্রথম আত্মঘাতী হামলা চালায় জঙ্গি সংগঠন ৷ যে ঘটনায় শহিদ হয়েছিলেন পাঁচ জওয়ান ৷ পাঠানকোট এয়ারবাস হামলার পিছনেও দায়ী ছিল এই জঙ্গি সংগঠনটি ৷ এরপর উরি হামলা ৷ ২০১৬ সালে ৷
প্রসঙ্গত, কিছুদিন আগেই পাক প্রশাসন দাবি করেছিল পঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরে জইশ ই মহম্মদের সদর দফতর দখল নিয়েছিল পাকিস্তান ৷
দেখুন অন্য ভিডিও---নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Airstrike, IAF, India strikes back, Jaish-e-Mohammed, Surgical Strike 2