সন্ত্রাসের সামনে জিতল মাতৃভক্তি, মায়ের আবেদনে আত্মসমর্পণ কাশ্মীরি জঙ্গির

Last Updated:

মায়ের ডাকে মন বদলাল ছেলে ৷ মায়ের আর্জি ফেলতে না পেরে অস্ত্র নামিয়ে রেখে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করল এক লস্কর জঙ্গি ৷

#শ্রীনগর: মায়ের ডাকে মন বদলাল ছেলে ৷ মায়ের আর্জি ফেলতে না পেরে অস্ত্র নামিয়ে রেখে ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করল এক লস্কর জঙ্গি ৷
ভারতীয় সেনার এক উচ্চপদস্থ আধিকারিক জানালেন, বৃহস্পতিবার নিজস্ব সূত্রে লস্কর জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে সাপোরের ওই বাড়িটি ঘিরে ফেলে সেনা ৷ বাইরে থেকে ক্রমাগত আত্মসমর্পণ করার জন্য বলা হয় ওই জঙ্গিকে ৷ বহুবার বলার পরেও বন্দি জঙ্গি কোনও উত্তর না দিলে ভারতীয় জওয়ানরা তাঁর বাবা মা-কে অনুরোধ করেন ছেলেকে বোঝানোর জন্য ৷ সেনার তরফে তাদের আশ্বস্ত করা হয় আত্মসমর্পণ করলে ওই জঙ্গির কোনও ক্ষতি হবে না ৷
advertisement
সেনার কথা শুনে নিজেদের ছেলেকে বোঝাতে থাকেন ওই জঙ্গির মা-বাবা ৷ লস্করে যোগ দেওয়া ওই জঙ্গির নাম সমীর ওরফে উমাক খালিক মীর ৷ মা ও বাবার বারংবার অনুরোধ-উপরোধ ফেলতে না পেরে রাজি হয় সমীর ৷
advertisement
তাঁর মা স্বয়ং সেনাকে প্রতিশ্রুতি দিয়ে লস্কর জঙ্গিকে বাড়ির বাইরে আনার দায়িত্ব নেন ৷ জওয়ানদের থেকে অনুমতি নিয়ে বাড়িতে ঢুকে সমীরকে বাইরে নিয়ে আসেন তিনি ৷
advertisement
অস্ত্র ছেড়ে সেনার কাছে আত্মসমর্পণ করে ২৬ বছরের উমাক খালিক মীর ৷ চলতি বছরের মে মাসে সে যোগ দিয়েছিল জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবায় ৷
এই সাফল্যে পর সেনার এক আধিকারিক বলেন, ‘সন্ত্রাসের সামনে জয়ী হয়েছে মাতৃস্নেহ ৷ এভাবে তরুণ প্রজন্মকে মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
সন্ত্রাসের সামনে জিতল মাতৃভক্তি, মায়ের আবেদনে আত্মসমর্পণ কাশ্মীরি জঙ্গির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement