Lalu Prasad Son Scandal: প্রথমে মাখো মাখো ছবি পোস্ট...এবার লালু প্রসাদের ছেলের জবাব, ‘আমায় কেউ আটকাতে পারবে না’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তাতেও থামেনি৷ এই সব ঘটনার এক মাস পরে ফের সেই অনুষ্কার বাড়িতে দেখা গেল তেজ প্রতাপকে৷ টাকা ৫ ঘণ্টা সেখানে ছিলেন লালু পুত্র৷ বেরনোর সময় বলেন, ‘‘আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে, তাই এসেছি৷ আমায় কোথাও যেতে কেউ বাধা দিতে পারে না৷ আমার সঙ্গে সবার যোগাযোগ থাকে৷ ’’
বিহার : আদুরে মুখ৷ আদুরে ছবি৷ সোশ্যাল মিডিয়ায় সুন্দরী অনুষ্কা যাদবের সঙ্গে ছবি দিয়ে বিহার রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছিলেন লালুপুত্র তেজ প্রতাপ৷ যার জন্য বড়সড় মূল্যও দিতে হয়েছে তাঁকে৷ কার্যত শেষ হয়ে গিয়েছে, ধূলোয় মিশে গিয়েছে তাঁর রাজনীতির কেরিয়ার৷ তারপরেও থামলেন না৷ আদুরে ছবি প্রকাশ্যে আনার এক মাসের মধ্যেই ফের পৌঁছে গেলেন ‘তাঁর’ কাছে৷ সাংবাদিকদের স্পষ্ট বললেন, ‘‘আমায় কে আটকাবে?’’
বাবার নাম লালু প্রসাদ যাদব৷ বিহার রাজনীতির ইতিহাস লেখা হলে যাঁর নাম থাকবে ছত্রে ছত্রে৷ সেই লালু প্রসাদের কাছেই প্রথম থেকে তেমন কদর নেই তাঁর বড় ছেলের৷ কারণ অবশ্যই তাঁর কাণ্ড কীর্তি৷ তুলনায় ছোট ছেলে তেজস্বীই বাবার কাছের৷ দু’বার রাজ্যের উপ মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি৷ কিন্তু, ঠিক যখন বিহারের দোরগোড়ায় বিধানসভা নির্বাচন দাঁড়িয়ে রয়েছে, সব দল এক এক করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই RJD-র ‘মুখ পুড়িয়ে’ দিলেন তেজ প্রতাপ৷
advertisement
তেজ প্রতাপ বিবাহিত হওয়া সত্ত্বেও জনৈক অনুষ্কার সঙ্গে মাখোমাখো ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়৷ দাবি করেন, গত ১২ বছর ধরে তাঁর সঙ্গে এই অনুষ্কার ‘সম্পর্ক’ রয়েছে৷
advertisement
সেই ছবি হুহু করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷ ছি ছি পড়ে যায় চতুর্দিকে৷ মুখ খোলেন স্ত্রী ঐশ্বর্যাও৷ ওই ছবির প্রসঙ্গ তুলে সাংবাদিক বৈঠকে লালু প্রসাদের বাড়ির বড় বউ তখন বলেছিলেন, ‘‘এখন সবাই সত্যিটা জানে৷ যখন আগে থেকেই সবাই সব জানত, তাহলে আমায় বিয়ে করেছিল কেন ও? কেন আমার জীবনটা শেষ করে দিল?’’
advertisement
ঘটনার পড়ে চূড়ান্ত বিতর্ক তৈরি হলে লালু প্রসাদ পরিবার থেকে ত্যাজ্য ঘোষণা করেন বড় ছেলে তেজ প্রতাপকে৷ দল RJD থেকেও আগামী ৬ বছরের জন্য সাসপেন্ড করে দেন৷ বাড়ি থেকে বের করে দেন ছেলেকে৷ ছবি পোস্ট করা নিয়ে অবশ্য তেজ প্রতাপ দাবি করেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল৷ বিতর্কিত সেই ভাইরাল ছবি ডিলিটও করে দেন তিনি৷
advertisement
VIDEO | Patna: Expelled RJD leader Tej Pratap Yadav (@TejYadav14) visits Anushka Yadav amid the ongoing family and party disownment controversy. Here’s what he says:
“We share a family relation, which is why I am here to meet her (Anushka Yadav). Of course, no one can stop me… pic.twitter.com/3eiVj0SbIp
— Press Trust of India (@PTI_News) June 30, 2025
advertisement
তাতেও থামেনি৷ এই সব ঘটনার এক মাস পরে ফের সেই অনুষ্কার বাড়িতে দেখা গেল তেজ প্রতাপকে৷ টাকা ৫ ঘণ্টা সেখানে ছিলেন লালু পুত্র৷ বেরনোর সময় বলেন, ‘‘আমাদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে, তাই এসেছি৷ আমায় কোথাও যেতে কেউ বাধা দিতে পারে না৷ আমার সঙ্গে সবার যোগাযোগ থাকে৷ ’’
advertisement
২০১৮ সালে লালু প্রসাদের বড় ছেলে তেজ প্রতাপের বিয়ে হয় বিহারের আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বর্যা রাইয়ের৷ কিন্তু, মাস কয়েক গড়াতে না গড়াতেই দু’জনে ডিভোর্সের পথে পা বাড়ান৷ সেই মামলা এখনও চলছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bihar Sharif,Nalanda,Bihar
First Published :
July 01, 2025 12:00 AM IST