Karnataka Congress: কর্ণাটকের কুর্সিতে পাল্টি...শিকে ছিঁড়ছে শিবকুমারের? হাইকম্যান্ডের হাতে ঝুলছে এখন সিদ্দারামাইয়ার ভবিষ্যৎ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শোনা যায়, সেই পর্যায়ে ডি কে শিবকুমারকে ব্যক্তিগতভাবে প্রতিযোগিতা থেকে পিছিয়ে আসার আবেদন করেছিলেন সনিয়া গান্ধি৷ ‘হাইকম্যান্ডের’ এক কথায় চোখের জলে ছেড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রিত্বের দৌড়৷
কর্ণাটক: গদি হারাতে পারেন সিদ্দারামাইয়া৷ শোনা যাচ্ছে আগামী অক্টোবর মাসেই কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে সিদ্দারামাইয়াকে সরিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হতে পারে উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে৷ সম্প্রতি বেঙ্গালুরু গিয়েছিলেন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি রণদীপ সিং সুরজেওয়ালা৷ সে থেকেই আরও জোরালো হয়েছে কর্ণাটকে মুখ্যমন্ত্রিত্ব বদলের গুঞ্জন৷ এদিন এ বিষয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে প্রশ্ন করা হলে তিনিও তা অস্বীকার করেননি৷ উপরন্তু, গোটা বিষয়টি ‘হাইকম্যান্ড’-এর উপরে ছেড়ে দেওয়ায় ফের বিরোধীদের কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে৷
এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে আগামী অক্টোবরে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বদলের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘এটা হাইকম্যান্ডের হাতে রয়েছে৷ এখানে কেউ জানে না হাইকম্যান্ড কী ভাবছে৷ এটা হাইকম্যান্ডের ব্যাপার৷ তাদেরই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এর পরে কী হবে৷ কিন্তু, অপ্রয়োজনে কোনও সমস্যা তৈরি করার দরকার নেই৷’’
advertisement
advertisement
গোটা দায়ভার তথাকথিত ‘হাইকম্যান্ডের’ উপরে চাপিয়ে ফের বিজেপি সহ বিরোধীদের কটাক্ষের শিকার হয়েছেন খাড়্গে৷ দক্ষিণ বেঙ্গালুরুর বিজেপি সাংসদ তেজস্বী সূর্য ব্যঙ্গের সুরে লিখেছেন, ‘‘কংগ্রেসের হাইকম্যান্ডটা ঠিক কে? ব্যাপারটা অনেকটা ভূতের মতো৷ দেখা যায় না, শোনা যায় না, কিন্তু অস্তিত্ব যে আছে সেটা টের পাওয়া যায়৷ এমনকি, মানুষ যাকে হাইকম্যান্ড ভাবে, সেই কংগ্রেস সভাপতিও বলছেন, তিনি নাকি হাইকম্যান্ড নন৷’’ এক্ষেত্রে, গান্ধি পরিবারের নেতৃত্বের দিকেই আঙুল তুলেছে বিজেপি৷
advertisement
The Congress High Command is like a ghost. It is unseen, unheard, but always felt. Even the Congress President, who people thought is the high command, whispers its name and says it’s not him.
So eerie! https://t.co/GpcdHWQbSs
— Tejasvi Surya (@Tejasvi_Surya) June 30, 2025
advertisement
গত রবিবার কর্ণাটকের কংগ্রেস বিধায়ক এইচএ ইকবাল হুসেন দাবি করেছিলেন, উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে আগামী ২-৩ মাসের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়া হতে পারে৷
২০২৩ সালে কর্ণাটকে সরকার গড়ার সময়েই মুখ্যমন্ত্রী পদ নিয়ে তীব্র প্রতিযোগিতা দেখা দিয়েছিল পার্টির প্রবীণ সদস্য সিদ্দারামাইয়া ও গান্ধি পরিবারের বিশেষ করে সনিয়া গান্ধির ‘কাছের লোক’ ডি কে শিবকুমারের৷
advertisement
শোনা যায়, সেই পর্যায়ে ডি কে শিবকুমারকে ব্যক্তিগতভাবে প্রতিযোগিতা থেকে পিছিয়ে আসার আবেদন করেছিলেন সনিয়া গান্ধি৷ ‘হাইকম্যান্ডের’ এক কথায় চোখের জলে ছেড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রিত্বের দৌড়৷
তবে কানাঘুষো শোনা যায়, সেই সময় নাকি রফা হয়েছিল, সিদ্দারামাইয়া আড়াই বছর মুখ্যমন্ত্রী থাকবেন, তার পরে বাকি আড়াই বছর মুখ্যমন্ত্রী হবেন ডি কে শিবকুমার৷ তবে এই রফার কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Karnataka
First Published :
June 30, 2025 7:01 PM IST