রাহুল নয়, INDIA-র নেতৃত্ব দিন মমতাই, পক্ষে সরব লালু! কংগ্রেসকে খোঁচা তৃণমূলের

Last Updated:

Lalu Prasad-Mamata Banerjee: রাহুল গাঁধী নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের নেত্রী দেখতে চান বলে এবার জানালেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদব।

রাহুল নয়, INDIA-র নেতৃত্ব দিন মমতাই, পক্ষে সরব লালু! কংগ্রেসকে খোঁচা তৃণমূলের
রাহুল নয়, INDIA-র নেতৃত্ব দিন মমতাই, পক্ষে সরব লালু! কংগ্রেসকে খোঁচা তৃণমূলের
নয়াদিল্লি: ভারত ব্লক নেতা হিসাবে লালু প্রসাদ যাদব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নেওয়ার পর থেকেই নতুন করে রাজনৈতিক তরজা। ‘কংগ্রেসের বিরোধিতা করে লাভ নেই। মমতাকে নেতা বানাতে হবে,’ বলেন লালু। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটের নেতৃত্ব দেওয়ার ভাবনা নিয়ে দু’ভাগ বিজেপি বিরোধী INDIA জোট। রাহুল গাঁধী নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের নেত্রী দেখতে চান বলে এবার জানালেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের (RJD)- সুপ্রিমো লালুপ্রসাদ যাদব।
এ নিয়ে কারও আপত্তি করা উচিত নয় বলেও মন্তব্য করলেন লালু। অর্থাৎ বিরোধী জোটের আরও এক শরিক মমতাকে নেতৃত্বে দেখতে চেয়ে সওয়াল করলেন। ফলে অস্বস্তি আরও বাড়ল কংগ্রেসের। কারণ মমতাকে জোটের মাথায় রাখা নিয়ে সম্প্রতি আপত্তি শোনা গিয়েছিল দলের অন্দর থেকে।
advertisement
advertisement
সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথা বলতে গিয়ে যাদব বলেছিলেন: “কংগ্রেসের আপত্তির কোনও মানে নেই। আমরা মমতাকে সমর্থন করব… মমতা ব্যানার্জিকে (ভারত ব্লকের) নেতৃত্ব দেওয়া উচিত।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য লালুর অনুমোদন এসেছে তৃণমূল কংগ্রেসের ইস্যুটি উত্থাপনের দু’দিন পরে, দলের সাংসদ কীর্তি আজাদ বলেছিলেন যে ব্যানার্জীই এই কাজের জন্য ‘সবচেয়ে উপযুক্ত’ কারণ তিনিই একমাত্র নেতা যিনি বারবার ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করেছেন ( বিজেপি) তার রাজ্যে।
advertisement
মঙ্গলবার সহকর্মী কল্যাণ ব্যানার্জির দ্বারা এই অনুভূতি প্রতিধ্বনিত হয়েছিল। নিউজ 18-এর সাথে কথা বলার সময়, কল্যাণ ব্যানার্জী বলেছিলেন “সবাই বুঝতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় নেত্রী”।
advertisement
কংগ্রেসকে কটাক্ষ করে তিনি যোগ করেছেন: “অহং থাকতে হবে না। এর মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভারত ব্লকের নেতা হন তবে তিনি প্রধানমন্ত্রী পদের প্রতিদ্বন্দ্বী হবেন। কংগ্রেসের সমস্যা হল তারা সবসময় অন্য বিরোধী দলের নেতাদের ভয় পায়। কংগ্রেস অবশ্যই 1997 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানোর ভুল বুঝতে পারছে।”
Lalu Prasad Yadav backed TMC chief for INDIA leadership role TMC Dig At Congress Mamata Banerjee As INDIA Bloc Leader
advertisement
কল্যাণ আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একাই সিপিআই(এম) ধ্বংস করেছেন। তিনি জানেন কীভাবে দলকে পরিচালনা করতে হয়। কিন্তু কংগ্রেস বিভিন্ন সময়ে বিরোধীদের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে।”
বিরোধী জোটের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হয়েছে দেরিতে, একের পর এক নির্বাচনী পরাজয়ের পর। লোকসভা নির্বাচনে কংগ্রেসের পারফরম্যান্স ভারত ব্লকের উচ্চাকাঙ্ক্ষাকে উস্কে দিয়েছিল কিন্তু বিধানসভা নির্বাচনে পরাজয় জোটটিকে আবারও একটি মোড়কে নিয়ে এসেছে বলে মনে হচ্ছে।
advertisement
সম্প্রতি, এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ারকে ব্যানার্জির উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন: “হ্যাঁ, অবশ্যই। তিনি এই জাতির একজন বিশিষ্ট নেত্রী…তার সেই ক্ষমতা আছে। তিনি যে নির্বাচিত নেতাদের সংসদে পাঠিয়েছেন তাঁরা দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ এবং সচেতন মানুষ। তাই তাঁর এমনটা বলার অধিকার আছে।”
বাংলা খবর/ খবর/দেশ/
রাহুল নয়, INDIA-র নেতৃত্ব দিন মমতাই, পক্ষে সরব লালু! কংগ্রেসকে খোঁচা তৃণমূলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement