Lalu Prasad Yadav: ফের বিপাকে লালুপ্রসাদ, আর্থিক অনিয়মের অভিযোগে সমন আদালতের! ডাক তেজস্বীকেও

Last Updated:

লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন ২০০৪ থেকে ২০০৯ সালে দুর্নীতির অভিযোগ ওঠে। রেলের পশ্চিম-মধ্য শাখার মধ্যপ্রদেশের জব্বলপুরে রেলকর্মীদের জমি ও টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে আরজেডি সুপ্রিমো এবং তাঁর পরিজনদের বিরুদ্ধে।

আগামী ৭ অক্টোবরের মধ্যে হাজিরার নির্দেশ দিল্লি আদালতের। picture courtesy- PTI
আগামী ৭ অক্টোবরের মধ্যে হাজিরার নির্দেশ দিল্লি আদালতের। picture courtesy- PTI
নয়াদিল্লি: জমি ও টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার মামলায় বুধবার দিল্লি আদালতের পক্ষ থেকে সমন করা হল প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর পুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব- সহ একাধিক ব্যক্তিকে।
দিল্লি আদালতের বিশেষ বিচারপতি বিশাল গগনের এজলাসে অভিযুক্তদের আগামী ৭ অক্টোবরের আগে এসে উপস্থিত হওয়ার কথা জানানো হয়েছে। দিল্লি আদালতের মহামান্য বিচারপতি অভিযুক্তদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পাওয়ার পরেই এই নির্দেশ জারি করেছেন।
advertisement
advertisement
ইতিমধ্যেই ইনফোর্সমেন্ট ডিরেকরটরেট(ইডি) গত ৬ অগাস্ট চূড়ান্ত রিপোর্ট জমা করেছে। কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের এফআইআর-এরের উপর ভিত্তি করেই কেস ফাইল করে ইডিও। এরপরেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ-সহ একাধিক হেভিওয়েট নেতাকে সমন পাঠাল দিল্লি আদালত।
advertisement
লালুপ্রসাদ রেলমন্ত্রী থাকাকালীন ২০০৪ থেকে ২০০৯ সালে দুর্নীতির অভিযোগ ওঠে। রেলের পশ্চিম-মধ্য শাখার মধ্যপ্রদেশের জব্বলপুরে রেলকর্মীদের জমি ও টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে আরজেডি সুপ্রিমো এবং তাঁর পরিজনদের বিরুদ্ধে। এরপরেই ঘটনার তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা ইডি। সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হওয়ার পরেই এবার সমন পাঠাল দিল্লি আদালত।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lalu Prasad Yadav: ফের বিপাকে লালুপ্রসাদ, আর্থিক অনিয়মের অভিযোগে সমন আদালতের! ডাক তেজস্বীকেও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement