লাদাখ প্রথম আঙুল, চিন পুরো ৫ আঙুল নিয়ে এগিয়ে আসছে, ভারতকে সতর্ক করলেন তিব্বতের প্রধান

Last Updated:

চিনের আগ্রাসন দেখেই ভারতকে সতর্ক করলেন সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাং সাংগে৷

#লাহসা: পূর্ব লাদাখে গোটা গালওয়ান ভ্যালি নিজেদের এলাকা বলে দাবি করছে চিন৷ বিগত কয়েক দশকে সরাসরি যে দাবি করেনি, এখন হঠাত্‍ উঠে পড়ে লেগেছে চিন৷ আর ঠিক এখানেই সিঁদুরে মেঘ দেখছে তিব্বতের নির্বাসিত সরকার৷ চিনের আগ্রাসন দেখেই ভারতকে সতর্ক করলেন সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাং সাংগে৷
CNN-News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍কারে তিনি বোঝালেন, লাদাখ সীমান্তে চিনের কার্যকলাপ কিন্তু চিনের 'ফাইভ ফিঙ্গার স্ট্র্যাটেজি'-র অংশ৷ যে স্ট্র্যাটেজি শুরু করেছিলেন পিপলস রিপাবলিক অফ চায়না-র প্রতিষ্ঠাতা সদস্য মাও সে তুং৷ সাংগের কথায়, 'যখন চিন তিব্বত দখল করল, মাও সে তুং-সহ অন্যান্য চিনের নেতারা বলেছিলেন, তিব্বত হল হাতের তালু,যা আমাদের দখল করতেই হত৷ এরপর আমরা বাকি পাঁচ আঙুল বাড়াবো৷ প্রথম আঙুলটি হল লাদাখ৷ বাকি ৪টি আঙুল হল নেপাল, ভুটান, সিকিম ও অরুণাচলপ্রদেশ৷'
advertisement
সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাং সাংগে৷ সেন্ট্রাল তিব্বত অ্যাডমিনিস্ট্রেশনের প্রেসিডেন্ট লবসাং সাংগে
advertisement
২০১৭ সালের ডোকলাম স্ট্যান্ড-অফ প্রসঙ্গ টেনে তিনি জানান, লাদাখের এই আগ্রাসনও সেই ফাইভ ফিঙ্গার স্ট্র্যাটেজির-ই অংশ৷ তিব্বতের নেতারা ভারতকে গত ৬০ বছর ধরেই এটাই সতর্ক করে আসছেন৷ নেপাল, ভুটান ও অরুণাচলের উপরেও চাপ রয়েছে৷
advertisement
১৯৬২ সালের যুদ্ধের পর থেকে এই প্রথম গোটা গালওয়ান ভ্যালির উপরে প্রথম নিজেদের আধিপত্য দাবি করল চিন৷ শান্তিপূর্ণ প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে রক্তাক্ত করে দিল৷
বাংলা খবর/ খবর/দেশ/
লাদাখ প্রথম আঙুল, চিন পুরো ৫ আঙুল নিয়ে এগিয়ে আসছে, ভারতকে সতর্ক করলেন তিব্বতের প্রধান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement