কৌস্তভের গ্রেফতারিতে আপত্তি, ফেসবুক বিস্ফোরক কুণাল! ব্যক্তিগত মত, বলল তৃণমূল
- Published by:Rukmini Mazumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
গ্রেফতার আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। শনিবার রাত তিনটে নাগাদ তাঁর ব্যারাকপুরের বাড়িতে যায় বড়তলা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় কৌস্তভকে
কলকাতা: গ্রেফতার আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। শনিবার রাত তিনটে নাগাদ তাঁর ব্যারাকপুরের বাড়িতে যায় বড়তলা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় কৌস্তভকে। নিয়ে যাওয়া হয় বড়তলা থানায়। অধীর চৌধুরী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সাংবাদিক বৈঠক করাতেই জিজ্ঞাসাবাদ বলে অভিযোগ কৌস্তভের। তিনি বলেন, 'প্রতিহিংসার রাজনীতি। মৌচাকে ঢিল মেরেছি। তাই আমার বাড়িতে পুলিশ।''
কৌস্তভের গ্রেফতারির বিরোধিতা ও পুলিশি অভিযান যথাযথ নয় বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কুণাল ঘোষ৷ তিনি পোস্টে লিখেছেন, '' কৌস্তুভ বাগচীর গ্রেফতার সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত। কৌস্তুভ অন্যায় করেছে। মাতৃসমা মুখ্যমন্ত্রীর সম্পর্কে ওই ধরণের চরম কুৎসা বরদাস্ত করা যায় না। আমাদের ছাত্রযুবরা কৌস্তভের অসভ্যতা বুঝে নিতে পারত। কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না। এতে কৌস্তুভ প্রচার পাবে, বিরোধী শক্তির অশুভ আঁতাতের কুৎসিত রাজনীতির হাতিয়ার হবে, একাংশের মিডিয়ার পক্ষপাতদুষ্ট প্রচারের মুখ হবে, কিছু মানুষের সহানুভূতি পাবে।''
advertisement

advertisement
কুণাল ঘোষ আরও লেখেন, '' গ্রেফতারকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে তারা। যেদিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল, আমি প্রতিবাদ করেছিলাম। পরে প্রমাণিত হয়েছে আমার প্রতিবাদ সঠিক ছিল। লাভ হয়েছিল সজলের। মধ্য কলকাতায় একটি ওয়ার্ড জিতেছিল বিজেপি। সেদিন পুলিশি অভিযানের ধরণ ছিল ভুল। আজও আমি কৌস্তুভের গ্রেফতারের বিরোধিতা করছি। এতে ওর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে। কৌস্তুভ অন্যায় করেছে। ওর অপরিণত, অসৌজন্যের কথার প্রবণতা আছেই। কিন্তু তার জবাব রাজনৈতিকভাবে আমাদের ছাত্রযুবরা দিতে পারত। পুলিশি অভিযান ঠিক হল না। এর নেতিবাচক প্রভাব পড়বে।
advertisement
সজলের দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল।"
এই প্রসঙ্গে শশী পাঁজা বলেন, '' কুণাল ঘোষ ব্যক্তিগত মতামত জানিয়েছেন। এটা নিয়ে দলের কিছু বলা নেই। তিনি যে ভাবে মনে করছেন সেটা বলেছেন।''
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 1:59 PM IST








